ভোটার আইডি কাড দেখার নিয়ম এবং কাড ডাউনলোড

ডিজিটাল সেবার আওতায় আপনিও ভোটার আইডি কাড দেখার নিয়ম টি পড়ে আপনি মাত্র ২ মিনিটে আপনার ভোটার সব ধরণের তথ্য দেখতে পারেন। ডাউনলোড করতে পারেন আপনার ভোটার আইডি কাড। 

ভোটার আইডি কাড দেখার নিয়ম


বর্তমানে আপনি ও ডিজিটাল মাধ্যমে খুব সহজেই আপনি আপনার স্থানে বসে আপনার ভোটার আইডি সংশিলিষ্ট তথ্য এবং ভোটার আইডি কাড দেখা থেকে শুরু করে , আপনি আপনার ভোটার আইডি কাড এর অনলাইন কপি দেখতে পারবেন এবং অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। কিভাবে আপনি দেখবেন এবং ভোটার আইডি কাড এর অনলাইন কপি ডাউনলোড করবেন। প্রত্যেকটি এর জন্য নিচের প্রত্যেকটি  প্রসেস অনুসরণ করুন। 

আরো পড়ুন :

অনেকেই বর্তমানে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করি। সরকারি ভাবে সম্পূর্ণ প্রক্রিয়া টি সম্পূর্ণ হতে কিছুদিন সময় নেয় সেই ভোটার আইডি কাড টি হাতে পেতে মোটামোটি অনেকটাই সময় নেয় । কিন্তু , সেই সময়ের আগেই আমাদের অনেকেরই ভোটার আইডি কাড টির প্রয়োজন পড়ে।

এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ইলেকশন কমিশন ডিজিটাল সেবার আওতায় ভোটার আইডি কাড এর অনলাইন কপি টি দেখা এবং সরবরাহ করে আপনি আপনার অনেক ধরণের সমস্যা নিরসণ করতে পারেন। এর জন্য 

ভোটার আইডি কাড দেখার নিয়ম সম্পূর্ণ প্রক্রিয়াটি পড়ুন :

মূলত আপনি একটি ওয়েবসাইট এর মাধ্যমে আপনি আপনার ভোটার হওয়ার জন্য নিবন্ধন তথ্য দিয়ে আপনি আপনার ন্যাশনাল আইডি কাড তথ্য দেখতে এবং আইডি কাড টি ডাউনলোড করতে পারবেন। এই ধাপে জানুন কিভাবে আপনি অনলাইনে ভোটার আইডি কাড টি দেখবেন এবং ডাউনলোড করবেন। 

ভোটার আইডি কাড দেখার নিয়ম এখান  থেকে অনুসরণ করুন এবং ২ মিনিটে আপনি ও আপনার ভোটার আইডি কাড এর অনলাইন কপি দেখুন :

প্রথমেই আপনি আপনার যেকোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে 

  • যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
  • তারপর সার্চ করুন Bangladesh Election Commission
  • অথবা লিংকটি টিতে ক্লিক করুন: এখানে
  • তারপর NID Online Service এই বাটন  ওপর ক্লিক করুন


ভোটার আইডি কাড দেখার নিয়ম

 নতুন ইন্টারফেস পাওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করুন। আপনি ঠিক নিচের ছবিটির মতো এরকম একটি ইন্টারফেস পাবেন রেজিস্টার করুন এখানে ক্লিক করুন। 

ভোটার আইডি কাড দেখার নিয়ম

তারপর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।




উপরের ছবিটিতে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন ভোটার আইডি কাড করার  জন্য নিবন্ধন করেছেন তখন আপনাকেই নিবন্ধন ফরম পূরণ এর স্লিপ এ একটি ছোট স্লিপ বা টোকেন দিয়েছে। আপনি সেই টোকেন এর উপরে। আপনার ফরম নম্বর টি লিখুন। আপনি ভোটার আইডি কাড নিবন্ধন করার সময় যে জন্ম তারিখ টি দিয়েছেন সেটি লিখুন।  তারপর নিচের কোড টি নিচের ফাঁকা স্থানে লিখুন তারপর সাবমিট করুন এই বাটন এ ক্লিক করুন। 

ভোটার আইডি কাড দেখার নিয়ম

তারপর উপরের ছবিটি দেখুন এবং আপনি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা গুলো সিলেক্ট করুন। অবশ্যেই আপনি ভোটার আইডি কাড নিবন্ধন করার সময় যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়েছেন। দেওয়ার পর আপনি ঠিক নিচের ছবিটির মতো একটি ইন্টারফেস দেখাতে পাবেন। আপনি যে নম্বর টি নিবন্ধন করার সময় দিয়েছেন। সেই নম্বর টি তে একটি বার্তা পাঠান এই বাটন টি তে ক্লিক করুন। 

যদি আপনার কাছে ভোটার আইডি কাড নিবন্ধন করার সময়  যে নম্বর টি দিয়েছেন সেটি যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এ ক্লিক করুন নিচের ছবিটির মতো একটি ইন্টারফেস পাবেন নিচের ছবিটির মতো। নিচে দেখুন

মোবাইল নম্বর লিখে একটি বার্তা পাঠান এই বাটন এ ক্লিক করুন। আপনার সেই মোবাইল একটি কোড যাবে আপনি সেই কোড টি বসান এবং কনফার্ম এ ক্লিক করুন। তারপর আপনি আপনার প্রোফাইল এ চলে যাবেন। 

প্রোফাইল : এ ক্লিক করে আপনি আপনার ন্যাশনাল আইডি কাড এর সম্পূর্ণ প্রোফাইল টি দেখতে পাবেন আপনার ভোটার আইডি কাড এর সব তথ্য গুলো দেখতে পাবেন।

রিইস্যু : আপনার এই ভোটার আইডি কাড টি হারিয়ে গেলে বা নষ্ট হইয়া গেলে আপনি আবার এই ভোটার আইডি কাড টি নতুন ভাবে পাওয়ার জন্য রিইস্যু বাটন এ ক্লিক করে তথ্য গুলো দিয়ে রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। 

পাসওয়ার্ড পরিবর্তন : পাসওয়ার্ড পরিবর্তন এ ক্লিক করে আপনি আপনার পছন্দ মতোএকটি নতুন পাসওয়ার্ড তৈরী করতে পারবেন।

ডাউনলোড : এখানে ক্লিক করে আপনি আপনার ন্যাশনাল আইডি কাড টির অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। যেহুতো ,স্মার্ট কাড তৈরি এবং হাতে পেতে একটু সময় লাগে তাই আপনি অনলাইন কপি ডাইনলোড করে প্রিন্ট করে লেমিনেটিং করে নিতে পারেন। 

Related Articles: ৫মিনিটে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট

Search Tag: ভোটার আইডি , ভোটার আইডি কাড , ভোটার আইডি কাড দেখার নিয়ম, how to check nid card




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url