আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা বা একটি প্রতিবেদন তৈরি করো। অথবা, একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে কলেজ কর্তিক আয়োজিত অনুষ্ঠানমালার একটি প্রতিবেদন প্রণয়ন করো।
অথবা, তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা বা আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
চলুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা করি।
তারিখ 23 ফেব্রুয়ারি 2018
বরাবর
অধ্যক্ষ
তেজগাঁও কলেজ,ঢাকা
বিষয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা
সূত্র: স্মারক নং তে.ক. ২৫/১৮
জনাব,
আপনার প্রদত্ত ২১ ফেব্রুয়ারি তারিখের (স্মারক নং তে.ক.২৫/১৮) পত্রের আদেশ ক্রমে কলেজে এ উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি।
তেজগাঁও কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
গত ২১ ফেব্রুয়ারি ২০১৮ তেজগাঁও কলেজ যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। কলেজ ছাত্র সংসদ কর্তৃক দিনটি উদযাপন এর সকল দায়িত্ব গ্রহণ সত্বেও স্কুল পরিচালনা কমিটি, সকল অধ্যাপক-অধ্যাপিকা ছাত্র-ছাত্রীদের একান্ত চেষ্টা স্বতস্ফূর্ত অংশগ্রহণ এ দিনটি সাফল্যমন্ডিত হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয় সকাল৬ টায় প্রভাতফেরির মধ্যদিয়ে। খুব ভোর থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্র-ছাত্রীরা খালি পায়ে এসে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়। তাদের সঙ্গে যোগদান করে শিক্ষকবৃন্দ কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পনের উদ্দেশ্যে শোভাযাত্রার আয়োজন করা হয়। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি' সমবেত কণ্ঠে এ গানের সুরে শোভাযাত্রা সামনের দিকে অগ্রসর হয়। ধীর পদক্ষেপে অগ্রসরমান শোভাযাত্রা শহীদ মিনারের পাদদেশে উপনীত হলে প্রথমে মাননীয় অধ্যক্ষ অধ্যাপক-অধ্যাপিকা গণ পুষ্পার্ঘ অর্পণ করে অমর ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ফূলের তোড়া শহীদ মিনারে অর্পণ করে।
এসময়ে সকলে কালো ব্যাজ ধারণ করে তারপর মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাসান আলী। সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে শুরু হয় ভাষা আন্দোলন ও আমাদের জাতীয় চেতনা শীর্ষক এক আলোচনা সভা। কলেজের অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে একুশের তাৎপর্য এর প্রভাব সম্পর্কে শ্রদ্ধেয় অধ্যাপকও অধ্যাপিকা বৃন্দ নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেয়। ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন ১৯90 সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-র ৩০ তম সাধারণ অধিবেশনে বাংলাদেশসহ 27 টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তাই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর সদস্য ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। কলেজের অধ্যক্ষ সমাপনী বক্তব্যে বলেন বাঙালির সমস্ত আন্দোলনের মূল চেতনা একুশে ফেব্রুয়ারি তখন থেকেই বাঙালি উপলব্ধ হয়েছিল, তার ধারাবাহিকতায় বাঙালি জাতি ১৯৭১ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। সেই রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের ফলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা সম্পর্কে আরও পড়ুন :
দিবসটি পরবর্তী কর্মসূচি ছিল আবৃত্তি প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠান প্রথমে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি গানের কবিতা থেকে একুশের চেতনা বিষয়ক কবিতা আবৃতি করে কলেজ শিক্ষার্থীরা। পরে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান হয় আবৃত্তি প্রতিযোগিতা শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গানের কর্মসূচি কলেজের শিক্ষার্থীরাএ প্রতিযোগিতায় । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মহোদয়। দিবসটি পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একুশের চেতনা উদযাপিত হয় মাতৃভাষা দিবসের তাৎপর্য লুকিয়ে আছে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে সাংস্কৃতিক ভালোবাসা এবং তা নিয়ে গর্ববোধ করার মাঝে।
প্রতিবেদক এর নাম ও ঠিকানা : মোহাম্মদ জাহিদ, দ্বাদশ শ্রেণী। তেজগাঁও কলেজ, ঢাকা
প্রতিবেদনের শিরোনাম : তেজগাঁও কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত।
প্রতিবেদন তৈরির সময় : বিকাল ৪ টা।
Related Articles:
- আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা
- একুশে ফেব্রুয়ারি উদযাপন
- প্রতিবেদন রচনা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃতি পায়
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url