রকেট একাউন্ট চেক করার কোড ও একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট চেক করার কোড

রকেট একাউন্ট চেক করার কোড হলো *322#। ইউএসএসডি কোড এর মাধ্যমে রকেট একাউন্ট চেক করার জন্য প্রথমেই আপনাকে মোবাইল ফোনের ডায়াল অপশন থেকে *322# ডায়াল করতে হবে। রকেট একাউন্ট এর কোড জানার পরেই প্রয়োজন হয় রকেট একাউন্ট চেক করার নিয়ম জানা।

রকেট একাউন্ট চেক করার নিয়ম

রকেট একাউন্ট ২ ভাবে চেক করা যায়। 

  • ইউএসএসডি কোড এবং 
  • রকেট সফটওয়্যার এরমাধ্যমে। 

একজন রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা গ্রহণকারী খুব সহজেই ২ টি পদ্ধতি অবলম্বন করে রকেট একাউন্ট এর একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। 

রকেট একাউন্ট চেক করার কোড

ইউএসএসডি কোড এর মাধ্যমে রকেট একাউন্ট চেক করার নিয়ম

ইউএসএসডি কোড এর মাধ্যমে একজন রকেট ব্যবহারকারী মোবাইল ফোনের ডায়াল অপশন এ গিয়ে *322# ডায়াল করুন। ডায়াল করার আপনার ফোনের স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর " 5. My Acc " অপশন টি সিলেক্ট করুন এবং নিচের ফাঁকা স্থানে 5 লিখে Send অপশন এ ক্লিক করুন।


 যথারিতি আপনার ফোন স্ক্রিনে আবার নতুন একটি পেজ ওপেন হবে। রকেট একাউন্ট এর ব্যালেন্স চেক করার জন্য '1. Balance ' এই অপশন সিলেক্ট করার জন্য নিচের ফাঁকা স্থানে '1' উল্লেখ করে Send অপশন এ ক্লিক করুন। তারপর আবার নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনি আপনার রকেট একাউন্ট এর ৪ সংখ্যার পাসওয়ার্ড টি লিখুন এবং Send অপশন এ ক্লিক করুন।

ক্লিক কর পর আপনি আপনার রকেট একাউন্ট এর বতর্মান ব্যালেন্স দেখতে পাবেন। যা আপনি ইউএসএসডি রকেট একাউন্ট চেক করার কোড ব্যবহার করার মাধ্যমে দেখতে পারবেন।

রকেট সফটওয়্যার এর মাধ্যমে রকেট একাউন্ট চেক

সফটওয়্যার এর মাধ্যমে রকেট একাউন্ট চেক তুলনামূলক অনেক সহজ। যার ফলে আপনি খুব সহজেই রকেট সফটওয়্যার ডউনলোড বা ইনস্টল করার মাধ্যমে রকেট ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনার মোবাইল ফোনে রকেট একাউন্ট এর মোবাইল সফটওয়্যার -apps টি ডাউনলোড করতে হবে। সফটওয়্যার টি ডাউনলোড করার পর আপনার রকেট একাউন্ট এর নম্বর এবং পাসওয়ার্ড টি দিয়া Login এ ক্লিক করুন। নতুন একটি পেজ ওপেন হবে নতুন পেজেই আপনি আপনার একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন। 

মোবাইল ব্যাংকিং এ খুব দ্রুত টাকা আদান-প্রদানের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং এর নাম হলো রকেট। নগদ ও বিকাশের মতো রকেট ও একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। 

যাইহোক, রকেট একাউন্ট চেক করার কোড এর মাধ্যমে খুব সহজেই রকেট ব্যালেন্স চেক করতে পারেন তবে তুলনামূলক কম সময়ে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের সাহায্যে রকেট ব্যালেন্স চেক , মোবাইল ফোনে টাকা রিচার্জ , ক্যাশ ইন , ক্যাশ আউট সহ বিভিন্ন প্রকার বিল পরিশোধ সহ ইউএসএসডি কোড ব্যবহার চেয়ে আপনি খুব সহজেই স্মার্ট ফোনে সফটওয়্যার এর সাহায্যে করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url