Sim kar name registration। সিম কার নামে রেজিস্ট্রেশন করা জেনে নিন

sim kar name registration। সিম কার নামে রেজিস্ট্রেশন করা ?

আপনার ব্যবহারকৃত সিম টি কার নামে রেজিস্ট্রেশন করা তা জানার কয়েকটি উপায় রয়েছে। প্রথমেই আপনার যেকোনো ফোনের ডায়াল অপশন এ গিয়ে লিখুন *16001# এরপর ডায়াল অপশন এ ক্লিক করুন। ডায়াল করার পর আপনার ফোনে নতুন একটি পেজ ওপেন হবে খালি জায়গায় ন্যাশনাল ভোটার আইডি কার্ড এ শেষের ৪ টি ডিজিট লিখুন। আপনি যদি না জানেন আপনার sim kar name registration করা তাহলে আপনার পরিবারের যে সদস্যের আইডি কার্ড এর মাধ্যমে আপনার সিম রেজিস্ট্রেশন করা মনে হবে সেই সদস্যের ন্যাশনাল আইডি কার্ড এর শেষ ৪ টি সংখ্যা লিখুন এবং Send অপশন এ ক্লিক করুন।

Sim kar name registration

নোট: অবশ্যই আপনি যেই সিম এর মাধ্যমে ম্যাসেজ টি করবেন সেই সিম এ টাকা থাকতে হবে। 

Send অপশন এ ক্লিক করার পর আপনার সিমে সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে। মেসেজ এ ওই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা আপনি খুব সহজেই জানতে পারবেন।

আপনি আরো জানতে পারবেন যে ভোটার আইডি কার্ড দিয়ে এর আগে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনি যখন *16001# ডায়াল করবেন। ডায়াল করার পর ভোটার আইডি কার্ড এর শেষ ৪ ডিজিট বসানোর পর আপনার ওই ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং sim kar name registration করা হয়েছে কয়টি সিম সব সিম গুলোর নাম্বার সহ সব তথ্য মেসেজ এর মাধ্যমে পাঠানো হবে।


রবি সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো বা বাংলালিংক সিম কার নামে রেজিস্ট্রেশন অথবা গ্রামীণ সিম কার নামে রেজিস্ট্রেশন?

রবি সিম বা বাংলালিংক অথবা গ্রামীণ সিম ব্যবহারকারী সহ আপনাদের অনেকেরেই মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো রবি সিম ব্যবহার করি বা বাংলালিংক সিম অথবা গ্রামীণ সিম ব্যবহার করি। আমি কিভাবে জানবো যে সিম কার নামে রেজিস্ট্রেশন করা? উত্তর হচ্চে আপনি যেই অপারেটর সিম এর পরিষেবা গ্রহণ করেন না কেন মূলত *16001# ডায়াল করার মাধ্যমে যেকোনো সিম থেকে ভোটার আইডে কার্ড এর শেষ ৪ সংখ্যা দিয়ে দেখতে পারবেন। সব সিমের জন্য *16001# এই একটি কোডই রয়েছে sim kar name registration দেখার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url