নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার | Name ringtone making

তথ্য প্রযুক্তির এই যুগে আপনি চাইলে এখন খুব সহজেই নিজেই নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার এর মাধ্যমে একটি স্পেশাল ইউনিক রিংটোন তৈরী করে নিতে পারেন। আমরা অনেকেই চাই নিজের নাম দিয়ে একটি রিংটোন  তৈরি করতে কিটো আমরা অনেকেই জানি না কিভাবে নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে হয়। অ্যাপ স্টরে এমন অনেক সফটওয়্যার রয়েছে যেই সফটওয়্যার ইনস্টল এবং কিছু দিক নিৰ্দেশনারয়েছে যে দিক নিৰ্দেশনা দেখে আপনি খুব সহজেই নিজের নামে রিংটোন তৈরি করতে পারেন।

নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার

নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার | Name Ringtone Making

বর্তমানে নিজের নামে রিংটোন বানানো জনপ্রিয় সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে "My Name Ringtone" ও "My Name Ringtone maker" এই সফটওয়্যার গুলোই রিংটোন বানানোর শীর্ষে রয়েছে। আপনি অ্যাপ স্টর থেকে যেকোনো একটি এপপ্স ইনস্টল করে খুব সহজেই নিজের নামের রিংটোন তৈরি করতে পারেন।

কিভাবে রিংটোন বানানো সফটওয়্যার ইনস্টল করবো ?

রিংটোন বানানো সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমে ফোনের প্লেস্টোর সফটওয়্যার টি ওপেন করুন এবং সার্চ করুন "My Name Ringtone" অথবা  "My Name Ringtone maker" অর্থাৎ যেকোনো একটি নাম লিখে সার্চ করুন। এই ২ টি সফটওয়্যার এর মধ্যে যেকোনো একটি সফটওয়্যার ইনস্টল করার জন্য ইনস্টল বাটন এ ক্লিক করুন এবং কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যার টি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে।

                             Name ringtone making

কিভাবে নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার  দিয়ে রিংটোন তৈরি করবো ?

সফটওয়্যার এর মাধ্যমে রিংটোন তৈরি করার জন্য উপরের ২ টি সফটওয়্যার এর মধ্য থেকে আপনাকে সফটওয়ারটি ইন্সটল করেছেন সেটি ওপেন করুন। সফটওয়্যার টি ওপেন হলে একটি নতুন ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ড এ আপনি ৪ টি অপশন পাবেন। আপনি  "My Name Ringtone " অথবা "Name ringtone making" এই অপশন টি ক্লিক করুন। মূলত আপনি এখান থেকেই আপনার রিংটোন তৈরি কাজ শুরু হবে তাই পরের ধাপ অনুসরণ করুন। 

আরো পড়ুন: কিভাবে অন্যের কল লিস্ট সফটওয়্যার এর মাধ্যমে বের করবেন দেখে নিন 

  • Add Prefix এ আসলামু আলাইকুম, Hi অথবা Hello লিখুন (রিংটোনের শুরুতে সম্মোধন )
  • Enter Your Name এই খালি জায়গায় আপনার নাম লিখুন। 
  • Add Postfix - ক্লিক করুন এবং অনেক অপশন পাবেন  "Please pick Up the Phone" অথবা আরো আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি সিলেক্ট করুন। 
  • Language - ইংলিশ থাকবে আপনি আপনার ইচ্ছে মতো অন্য ভাষা সিলেক্ট করুন প্রয়োজন হলে। কিন্তু, এখানে আপনি বাংলা ভাষা পাবেন না। এই সফটওয়্যার এ এখানে ও বাংলা ভাষা যোগ করা হয়নি। 
  •                                     Name ringtone making
  •  Voice - এ Female অথবা male যেকোনো একটি সিলেক্ট করুন। ভয়েস হলো যখন কেউ আপনাকেই কল করবে  তখন রিংটোনের ভয়েস মেয়ে না ছেলেদের হবে।
  • Voice Repettition :  ফোনে কল আসলে রিংটোনে আপনার নাম কয়বার উচ্চারণ করা হবে। আপনি ২ বার সিলেক্ট করে রাখতে পারেন যা উপযুক্ত।
  • Voice Volume : রিংটোনের ভলিউম আপনার মতো করে সিলেক্ট করুন। 
  • Speech Rate-: রিংটোন স্লো নাকি দ্রুত ডাকবে। এটা মাঝখানে রাখুন। Speech Pitch: এটি মাঝখানে রেখে সিলেক্ট রাখুন।
 আরো পড়ুন : সব সিমের কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ। Name ringtone making

উপরোক্ত ধাপগুলোর কাজ সম্পূর্ণ হলে প্লে বাটন এ ক্লিক করুন। তারপর শুনুন নিন আপনার নিজের নাম দিয়ে তৈরি করা রিংটোন এবং খুশি উদযাপন করুন। যা আপনি খুব সহজেই নিজের নামে রিংটোন বানানো সফটওয়্যার এর মাধ্যমে তৈরি করে নিতে পারেন।উপরোক্ত ধাপগুলি মনোযোগ সহকারে দেখুন এবং ছবি গুলো ফলো করুন এবং একটি রিংটোন তৈরি করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url