মোবাইলে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps ও এডিট করার নিয়ম

শুনতে অবাক হলে ও সত্যি আপনি মাত্র ৫ মিনিটে যেকোনো ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps এর মাধ্যমে মোবাইল দিয়ে একটি ছবি এডিট করার অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড এবং আপনার ছবি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। 

বর্তমানে পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুবই দুস্কর যিনি তার ফোনে একটি ছবি তুলেননি এবং ছবি গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। আমরা সবাই চাই সোশ্যাল মিডিয়ায় অন্য সবার ছবি থেকে আমার ছবিটি অনেক আকর্ষণীয় হয়। আমাদের এই ছবিটিকে আকর্ষণীয় করে তুলতে প্ৰয়োজন পড়ে ছবিটিকে এডিট করা। এই এডিট এর মাধ্যমেই কেবল আমরা আমাদের ছবিটিকে আরো আকর্ষণী করে তুলতে পারি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছাড়লে বা আপলোড করলেই আমাদের ছবিটিতে অনেক লাইক, কমেন্টস এবং শেয়ার হতে থাকে। যদি আমরা সঠিক ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারি। যাইহোক, আমরা শুধু মাত্র যারা ছবি এডিট করা নিয়ে অনেক আগ্রহ এবং ছবি এডিট করতে খুব ভালোবাসি তাদের জন্যই আমাদের এই ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps কনটেন্ট টি লেখা।

মোবাইলে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

মোবাইলে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps

মোবাইলে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps ও টুলস মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো ছবি এডিট ও ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য রয়েছে অনলাইন টুলস যেমন : Remove bg এবং Snapseed apps যা ব্যবহারের ফলে আপনি খুব সহজেই ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারেন। 

1. Remove BG - Online Website/ Tools

এটি একটি অনলাইন টুলস এবং ছবি এডিট করার অ্যাপস এর মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারেন। 

যেমন একটি দেখুন : 

মোবাইলে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড

ঠিক এভাবে আপনি আপনার ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। এবং HD যেকোনো ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ছবিটির সাথে যোগ করতে পারবেন খুব সহজেই। এই অনলাইন টুলস টি ব্যবহার করা অনেক সহজ যদি আপনি ফোন দিয়ে যেকোনো একটি ব্রাউজার Open করে Remove bg লিখে সার্চ করে সফটওয়্যার ফোনে ইনস্টল না করে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে যদি  ছবি এডিট করতে চান তাহলে ফোনে Play store গিয়ে লিখুন Remove bg  তারপর প্রথমে এই ছবি এডিট করার অ্যাপস টি  ইনস্টল করুন। এর মাধ্যমে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড এডিট করবেন এর জন্য একটি ভিডিও দেখতে Youtube  সার্চ করুন "কিভাবে যেকোন ছবির background রিমুভ করবো" আপনি প্রথমে যেই ভিডিও টি দেখতে পাবেন ক্লিক করুন এবং দেখুন কিভাবে যেকোনো ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps এর মাধ্যমে খুব সহজেই ছবি এডিট করা যায়।

2. Snapseed (Mobile Software)

Snapseed মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় একটি মোবাইল সফটওয়্যার। মোবাইলে ফটো এডিট করার জন্য এই এপপ্স টি আপনার জন্য দুর্দান্ত হতে পারে। 

Snapseed  ইনস্টল এবং ব্যবহার প্রক্রিয়া:

Snapseed ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করার জন্য ফোনের Play store এই সফটওয়্যার টি ওপেন করুন।  তারপর  সার্চ করুন  "Snapseed Apps" নাম টি লিখে। সার্চ করার পর আপনার প্রথম সফটওয়্যার ওপেন করুন এবং ইনস্টল করুন। তারপর সফটওয়্যার টি ওপেন করলে আপনি প্রথমেই একটি প্লাস আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার সফটওয়্যার আপনার ফোনের গ্যালারি অপশন এ নিয়ে যাবে সেখান থেকে আপনার পসন্দের ছবিটি বাছাই করুন এবং ছবিটি ওপেন করুন। Snapseed সফটওয়্যার টি আসার পর আপনি  Smooth, portrait, pop,অপশন দেখতে পাবেন।

আরো পড়ুন: অন্যের ফোনের কল লিস্ট যেভাবে বের করবেন। 

ছবিটিকে আকর্ষণীয় লুক দিতে ছবিটির ব্রাইটনেস একটু বাড়িয়ে কমিয়ে নিন আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী একটু বাড়িয়ে নিয়ে smooth 2 অপশন টি ক্লিক করলে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডএ একটি গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড এর অনুভতি লক্ষ্য করতে পারবেন। আপনি যদি আপনার ছবিটিকে একটু হালকা সাদা, গারো, ডিপ ও আরো গর্জিয়াস ব্রাইটনেস এর জন্য vintage অপশন টি ক্লিক করুন। vintage অপশন এ আপনি আরো অপশন পাবেন যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো আরো দুর্দান্ত লুক দিতে পারবেন।

ছবি এডিট এর আরো গুরত্বপূর্ণ একটি কারণ হলো আমাদের মুখে দাগ, ব্রণ ,ছিদ্র এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি Healing অপশন টি ক্লিক করুন। তারপর আপনার ছবিটি একটু জুম করে এই Healing অপশনই আপনি ব্রাশ অপসন টিতে ক্লিক করে দাগ, ব্রণ, ছিদ্র এই সমস্যাটি ব্রাশ দিয়ে মুছে নিন। এই ভাবে মূলত আপনি আপনার ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড এই ছবির ব্যাকগ্রাউন্ড এ একটি দুর্দান্ত লুক আনতে পারেন। আপনি চাইলে "You Tube" এ সার্চ করে যেমন : Snapseed সফটওয়্যার দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন। তবে আপনি অনলাইন টুলস Remove bg এই টুলস এর মাধ্যমে Snapseed থেকে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড এর জন্য ভালো ফলাফল পেতে পারেন। 

আমি নিজেও এই Remove bg অনলাইন টুলস টি ব্যবহার করি তাই আমি Remove bg এই টুলস টি ব্যবহার করার জন্য বলবো। আপনি Remove bg এই টুলস এর একটি ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আপনার জেনে ভালো লাগবে যায় আপনি মাত্র ২থেকে ৫ মিনিটেই শিখে যাবেন। ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps এর মাধ্যমে কিভাবে মোবাইলে ফটো এডিট করতে হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url