বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর | দি ডেইলি লার্ন

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর ? বাঙালি কোন একক নৃগোষ্ঠী থেকে আসেনি। প্রাচীনকাল থেকে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ ও সমন্বয়ে বাঙালি জাতির সৃষ্টি। সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের ধারণা বাঙালি একটি মিশ্র জাতি। তবে কোন কোন জাতির সমন্বয়ে বাঙালি জাতি গঠিত হয়েছে তা নিয়ে পন্ডিতদের মতবাদ রয়েছে আলোকপাত করা হলো:

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর

বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর | দি ডেইলি লার্ন

বাঙ্গালী জাতি গঠনে যেসব জাতির মিশ্রণ রয়েছে: সূচনাকাল থেকে বাঙালি জাতি সক্রিয়তা ও পূর্ণতাপ্রাপ্ত নানা জাতিগোষ্ঠীর সংমিশ্রনে বা মিলনের মধ্য দিয়ে। সেগুলো হলো-আর্য-অনার্য নরগোষ্ঠী, দ্রাবিড়, নার্ডিক, মঙ্গলযেড, আলপাইনর, নেগ্রিটো এবং রয়েছে আরো কয়েকটি জাতি সত্তার সংমিশ্রণ। অস্ট্যালয়েড,আরব জাতি ও ইউরোপীয় জাতি।

আরো পড়ুন : বাংলাদেশের ভৌগলিক অবস্থান বর্ণনা করো

আর্য অনার্য নরগোষ্ঠী : বাঙালির আদি মানব কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-অনার্য নরগোষ্ঠী বা প্রাক-আর্য আর্য নরগোষ্ঠী। আর এদের উদ্ভব হয় অস্ট্রিক, দ্রাবীর, মঙ্গলীয়, আলপিয়, নেগ্রিটো এবং আরও কয়েকটি জাতিসত্তার সংমিশ্রণ।

  • মঙ্গেলয়েড : দক্ষিণ-পশ্চিম থেকে এ নরগোষ্ঠী এ অঞ্চলে এসেছে। বাংলাদেশে এদের মূল বসবাস রংপুর, সিলেট, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম।
  • অস্ট্রিক বা অস্ট্রালয়েড : বাঙ্গালী জাতির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এ নরগোষ্ঠীর। এরা ভেড্ডিড ও নিষাদ নামেও পরিচিতি।
  • দ্রাবিড় : দ্রাবিড় নরগোষ্ঠী মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এ দেশে এসেছে।
  • আলপাইন : দ্রাবিড়দেয় পরে ভারতে প্রবেশ করে আলপাইন নরগোষ্ঠী বাঙ্গালী, মারাঠি, গুড়াটি প্রভৃতি জাতির পূর্বপুরুষদের অনেকেই আলফাইন নরগোষ্ঠীর।
  • নেগ্রিটো : বাংলাদেশের নিম্নঅঞ্চলের জনগণের মধ্যে এই নরগোষ্ঠীর প্রভাব বেশি দেখা যায়।
  • নার্ডিক: বাঙালি জাতি গঠনে নার্ডিক নরগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের অবস্থান দেখা যায় মারাঠা, গুজরাট ও বাংলায়।

উপমহাদেশের জাতিগত পরিচয় নির্ধারণে যারা নিরলস ভাবে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম স্যার হার্বাট রিজলি, পন্ডিত বিরজশঙ্কর গ্রহ, রামপ্রসাদ চন্দ্র প্রমুখ পন্ডিতদের মতো বাঙালি এক নতুন মিশ্র বা সংকর জাতি। ধারণা করা হয় বাংলাদেশের প্রথম যে জনগোষ্ঠী বসবাস শুরু করে তারা নিগ্রোয়েড বা আদি অস্টাল। বাঙ্গালীরা মূলত আর্য ও অনার্যদের মিশ্রণ। সুতারং, জাতি হিসাবে বাঙ্গালি যে একটি সংকর জাতি তাতে কোনো সন্দেহ নেই।

আরো পড়ুন: মৌলিক গণতন্ত্র কি? ও মৌলিক গণতন্ত্র কয় স্তর বিশিষ্ট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url