১০ টি সেরা স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস ও মেসেজ
বিবাহিত জীবনে বিবাহ বার্ষিকী বিবাহ দিনের পুনরাবৃত্তি যা আমাদের বিয়ের বিশেষ সময়কে মনে করিয়ে দেয়। এই বিশেষ সময়ে স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানো প্রতিটি স্বামীর দায়িত্ব ও কর্তব্য। প্রিয় স্ত্রীকে একটি ছোট বার্তা বা মেসেজ পাঠানোর মাধ্যমে বিশেষ সেই মধুর স্মৃতি এবং প্রিয়তমা স্ত্রীর প্রতি আপনার রোমান্টিক ভালোবাসা প্রকাশ করতে পারেন। নিচে থেকে একটি মেসেজ পছন্দ করুন এবং মেসেজের মাধ্যমে আপনার প্রিয়তম স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন।
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস ও মেসেজ
"শুভ বিবাহ বার্ষিকী প্রিয় অর্ধাঙ্গিনী, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর নিকটে, যিনি সৃষ্টির সকল বিষয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনের আজ ৪র্থ বিবাহ বার্ষিকীর পদার্পণ। বিবাহিত জীবনের প্রিয় অর্ধাঙ্গিনীকেও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। তুমি আমার জীবনের শ্রেষ্ট পাওয়া সুহাসিনী, সুকেশিনী ও সুভাষিণী। ভালোবাসি তোমায় অনেক বেশি। ভালো থেকো তুমি আমায় নিয়ে বহু বিবাহ বার্ষিকী জুড়ে।"👰👩
"শুভ বিবাহ বার্ষিকী প্রিয় অর্ধাঙ্গিনী, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর নিকটে, যিনি আমাকে একজন শ্রেষ্ঠ অর্ধাঙ্গিনী উপহার দিয়েছেন। প্রিয় অর্ধাঙ্গিনী,' তোমাকে নিয়ে লেখা হয়নি কখনো একটি গল্প, দু'লাইনের কবিতা কিংবা চার লাইনের ছন্দে তুমি প্রকাশিত হওয়ার নও। তুমি আমার জীবনের এক অপ্রকাশিত ভালোবাসা যা প্রকাশিত হতে বহু আলো নিবে আঁধার হবে তারপরও বহুলাংশে তুমি অপ্রকাশিতই হয়ে রবে। বিবাহিত জীবনেও আমি তোমার ভালোবাসায় মুগ্ধ। তুমি আমার প্রিয়তমা তোমায় নিয়ে গর্ব হয় আমার একজন সুকেশিনী ও সুভাষিণী রয়েছে। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও আমার প্রিয় সুভাষিণী। ভালোবাসি তোমায় অনেক বেশি। এবং অন্তিমপর্যন্ত আমার প্রিয় সুভাষিণী হয়ে থাকো।"👰
আরও পড়ুন : ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ ও ছবি।
"আমার প্রিয় সঙ্গিনী! আপনাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা "প্রিয় স্ত্রী বিশেষ দিনে আপনাকে একটি বিশেষ বার্তা না দিয়ে থাকতে পারছি না। কেননা আপনি আমার একটি মাত্র প্রিয় লক্ষী বউ। বিশেষ দিনের বিশেষ বার্তায় আপনাকে উপস্থাপন করা সম্ভব নয়। কেননা , আপনি আমার কাছে পৃথিবীর একজন সেরা স্ত্রী। আপনার মতো একজন সৎ এবং আদর্শবান জীবন সঙ্গিনী পাবো তা কল্পনাও করা মুশকিল। আপনাকে পেয়ে আমি সত্যি আনন্দিত। আপনাকে বেশি কিছু লিখবো না একটি বার্তা দিতে চাই বিশেষ দিনে। আপনাকে অসম্বব ভালোবাসি প্রিয় সঙ্গিনী।"👰👩
রোমান্টিক - স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস
"প্রিয়তম স্ত্রী! তুমি রূপবতী, তুমি গুনবতী, তুমি আমার প্রেম বিশালতার আকাশ, তুমি আমার জোস্না মাখা চাঁদ, তুমি আমার সুখের সুকেশিনী, প্রেমের সুভাষিণী। তুমি আমার প্রেম দরিয়ার সমুদ্র মাখা ডেউ। জোস্না রাতের মিটি মিটি আলোর সেই প্রিয় ভালোবাসার শুভেচ্ছা পাঠাচ্ছি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম স্ত্রী! আজ বিবাহ বার্ষিকী ২য় বছরে পদার্পণ। প্রতিটি মুহুর্তের আমাকে ভালোবাসার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ। এভাবেই আগলে রেখো তোমার ভালোবাসার চাঁদরে।" 👰👩
২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
"প্রিয় স্ত্রী, আজ আমাদের বিবাহিত জীবনের ২ বছরের পদাপর্ণ। হাজারোও কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যিনি আমাদের এক সাথে থাকার তৌফিক দিয়েছেন। প্রিয় স্ত্রী বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য। তোমার মতো একটি একজন রূপবতী, গুণবতী স্ত্রী পেয়ে আমি অনেক খুশি। আমাদের জন্য দোয়া করো যেন জীবনের অন্তিম শেষ মুহূর্ত পর্যন্ত যেনো এভাবে সুখে দুঃখে আনন্দ মুহাব্বতে তোমাকে নিয়ে থাকতে পারি।"👰👩
আরও পড়ুন: তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত দোয়া এবং আমলসমূহ।
৪র্থ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
"শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা স্ত্রী! আজ আমাদের বিবাহ জীবনের ৪ বছর সম্পূর্ণ হলো। এই বিশেষ দিনে, আমি আপনার প্রতি তোমার প্রতি ভালবাসা এবং প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করতে চাই। শুভ বার্ষিকী, আমার ভালবাসা। আমার সব আনন্দ, সুখ তোমাকে ঘিরে এবং আমার জীবনের প্রিয় অর্ধাঙ্গিনী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা তোমার প্রতি। আল্লাহ যেন অন্তিম শেষ মুহূর্তেও যেন একসাথে থাকার তৌফিক দান করে। তোমাকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। "👰👩
৫ম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
"শুভ বিবাহ বার্ষিকী প্রিয় অর্ধাঙ্গিনী, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর নিকটে, যিনি আমাদেরকে একটি সুখী সংসার উপহার দিয়েছেন। প্রিয় অর্ধাঙ্গিনী, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করুন। দেখতে দেখতে সংসার জীবনের আজ ৫ বছরে পদার্পণ। প্রিয় সারথী, জীবনের ৪ টি বছর আমার সাথে অতিবাহিত করার জন্য বিশেষ ধন্যবাদ গ্রহণ করুন। সুখে দুঃখে অনন্তকাল থাকার প্রত্যয় ব্যাক্ত করুন। অনেক অনেক ভালোবাসা প্রিয় অর্ধাঙ্গিনী জন্য।"👰👩
আরও পড়ুন: ১০০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (কোরআন ও হাদিস)
"শুভ বিবাহ বার্ষিকী, আমার ভালবাসা! আজ আমাদের সেই মুহূর্ত যেদিন প্রভু আমাদের দুজনকে একসাথে থাকা এবং এক হওয়ার সুযোগ দিয়েছেন। আজ সেই বিশেষ দিনের পুরোনো বৃত্তি। স্ত্রী হিসেবে তুমি আমার জন্য যথেষ্ট। এবং আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর নিকট যিনি আমাকে এতো রূপবতী, গুণবতী স্ত্রী উপহার দিয়েছেন। তোমার সাথে থাকতে পেরে আমি আনন্দিত এবং খুশি। জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে বাঁচতে চাই। আল্লাহ যেনো আমাদের এক সাথে থাকার তৌফিক দেন। ইতি আপনার প্রিয় স্বামী।"👰👩
ইসলামিক স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস
"শুভ বিবাহ বাষিকী আমার প্রাণ প্রিয় স্ত্রী! আলহামদুলিল্লাহ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এবং অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি প্রভুর নিকট যিনি আমাকে একজন সৎ এবং উত্তম চরিত্রের অধিকারী তোমার মতো একজন স্ত্রী উপহার দিয়েছেন। বিবাহত্তর জীবনে তোমাকে নিয়ে আজ তৃতীয় বছরের পার করলাম। তোমাকে বিবাহ বাষিকীর ভালোবাসা ও শুভেচ্ছা। প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এভাবে চিরকাল একসাথে থাকার তৌফিক দান করেন।👰👩
"শুভ বিবাহ বাষিকী আমার ভালোবাসার প্রিয়তমা অর্ধাঙ্গিনী! শুকরিয়া জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার ওপর যিনি আমাদেরকে একটি উত্তম বিবাহ বন্ধনের মাধ্যমে একসাথে থাকার তৌফিক দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমি আরও শুকরিয়া যে তোমার মতো একজন উত্তমও সৎ চরিত্রের অধিকারী একজন স্ত্রী উপহার দিয়েছেন। বিবাহ জীবনের নতুন একটি বছরের আগমন তোমাকে নিয়ে আল্লাহর অশেষ কৃপায় ৩টি বছরের পার করলাম আলহামদুলিল্লাহ। তোমাকে বিবাহ বাষিকীর ভালোবাসা ও শুভেচ্ছা। প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে বাকি সময় গুলো সুখ ও শান্তিতে থাকার তৌফিক দান করেন।👰👩
আরও পড়ুন : দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন ও মেসেজ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url