২০ টি হৃদয়বিদারক অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস ও উক্তি

অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস ও উক্তি সম্পর্কিত পোস্টে আপনাদের স্বাগতম। জীবনের আমাদের প্রিয় মুহূর্ত গুলো যেমন খুব রঙিন আবার কিছু সময় কষ্টের ও সীমা থাকে না। তবে তখনো আবার রঙিন দিনের অপেক্ষায়। আমাদের প্রিয় মানুষের কিছু গল্প আবার শুরু হয় অবহেলায় যা সত্যিই খুব কষ্টের ও মৃত্যু যন্তনার। 
যাইহোক, নিচে শেয়ার করার মতো প্রিয় মানুষের অবহেলা নিয়ে সেরা ২০ টি অবহেলার কষ্টের স্ট্যাটাস ও উক্তি এবং ক্যাপশন রয়েছে।

অবহেলার কষ্টের স্ট্যাটাস

অবহেলা নিয়ে কষ্টের স্ট্যাটাস ও উক্তি

  • অবহেলা একটা মানুষের জীবনকে শেষ করে দিতেই যথেষ্ট। আর কিছুর প্রয়োজন পড়ে না। 
  • ভালোবাসতে না পারেন কিন্তু কাউকে অবহেলা করা উচিত নয়। কেননা আপনার অবহেলা একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে সক্ষম।
  • হয়তো অবহেলা একটা মানুষের মৃত্যুর কারণ ও হতে পারে।
  • অবহেলা একটা মানুষকে দৈহিক ও মানুষিক ভাবে প্রচন্ড প্রভাবিত করে। যা সত্যি অনেক কষ্টের।
  • অবহেলা এমন একটা জিনিস যা মানুষকে সামনের পথে এগোতে বাধা প্রদান করে।
  • প্রিয় অবহেলা করো না একদিন তুমি এই অবহেলার জবাব পেয়ে যাবে।
  • মৃত্যুযন্ত্রণার চেয়েও কষ্ট কর হলো প্রিয় মানুষের অবহেলা। 
  • তুমি যদি আজকে কাউকে অবহেলা করো। মনে রেখো তুমি ও একদিন একজন মানুষের অবহেলার পাত্র/ পাত্রী হয়ে উঠবে। 
  • যদি ভালোবাসায় অবহেলা থাকে তাহলে মনে রাখবেন সেটা ভালোবাসা নয়।

  • যদি তুমি কাউকে ভালোবাসো এবং অবহেলাও করো তাহলে মনে রেখো তুমি তাকে ভালোই ভালোই বাসনা।
  • মোহতেই কেবল অবহেলা লুকায়িত। ভালোবাসায় তো নয়।
  • ভালোবাসায় যেমন কোন স্বার্থ থাকা উচিত নয়। তেমনি প্রকৃত ভালোবাসায় কোন অবহেলা ও থাকা উচিত নয়।
  • হাজারো কষ্ট সহ্য করা সম্ভব। কিন্তু, প্রিয় মানুষটির অবহেলা সহ্য করা সত্যিই অসম্বব।
  • যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে তাকে নিয়ে ভাবা বাদ দিয়ে দিন ।কেননা সে কোনদিন আপনার ছিল না থাকবেও না।
  • যদি অবহেলার মাত্রা বেড়ে যায়। তাহলে তাকে ভাবা বাদ দিন। কেননা, সে তো আপনাকে ভালোই বাসে না। যদি সে ভালোবাসতো তাহলে হয়তো অবহেলা করতো না। 
  • অবহেলা সত্যিকার অর্থেই বড় কষ্টদায়ক। যা অনেকের নেওয়ার মতো ক্ষমতা থাকে না।

  • প্রিয় মানুষটিকে বেশি ভালোবাসা, একটু বেশি কেয়ার করা, হয়তো আপনার অবহেলার কারণও হতে পারে।
  • অবহেলার হয়তো অনেক কারণ থাকতে পারে। কিন্তু, ভালোবাসায় অবহেলা  না থাকাই শ্রেয়।ভালোবাসতে আপনি না-ই পারেন কিন্তু, অবহেলা করা কি উচিত। আপনি কি অবগত নন যে অবহেলা সত্যিই খুব কষ্টের যা মৃত্যু যন্তনার চেয়ে ও কষ্ট দায়ক। যদি আমার জন্য ভালোবাসার একটু ছিটে ফোটা ও থাকে দয়া করে অন্তত অবহেলা করবেন না।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url