আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা | The Daily Learn

আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষ্য নানা রকম অনুষ্ঠান আয়োজন করি। আর এসব অনুষ্ঠান উপলক্ষ্য আমন্ত্রণ পত্র লেখার নিয়ম অথবা আমন্ত্রন পত্রের নমুনা দেখার প্রয়োজন পড়ে। আয়োজনের জন্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রিয়জন কিংবা কখনো বিশিষ্ট ব্যক্তিবর্গ কে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়। যে পত্র দ্বারা কোন উৎসব বা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথিগণকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয় সেই পদ্ধতিকে বলা হয় নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র। 

আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা | The Daily Learn

সাধারণত কোন সামাজিক রাজনৈতিক অথবা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এর প্রকারভেদ এইসব পত্র রচনা করা হয়ে থাকে। বিয়ে জন্মদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা সংবর্ধনা অনুষ্ঠান বা বিশেষ দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র জানিয়ে লেখা হয়। ফলে এসব পত্র নির্দিষ্ট অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচি উল্লেখ করা হয় অনুষ্ঠানে নির্ধারিত তারিখের পূর্বে তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও সকলের মাঝে বিলি করা হয়ে থাকে। 

আমন্ত্রণপত্র বিভিন্ন ধরণের হতে পারে যেমন: বিয়ে ,জন্মদিন, রবীন্দ্র-নজরুল জয়ন্তী, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, বর্ষবরণ, পহেলা বৈশাখ, সাহিত্যসভা, শিক্ষা সপ্তাহ ,বইমেলা, সাংস্কৃতিক সপ্তাহ, নাগরিক সংবর্ধনা ,সুবর্ণজয়ন্তী উৎসব, উৎসব সাংস্কৃতিক উৎসব ইত্যাদি যা নানা উপলক্ষে হতে পারে। 

আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা লেখার বিভিন্ন গূরুত্বপূর্ণ অংশ :


সম্ভাষণ : নিমন্ত্রণ পত্রের প্রাপককে সম্মোধন করার জন্য বিশেষ কিছু শব্দ ব্যবহৃত হয় এমন জনাব সুদি মহোদয় মহাশয় বা নাম যেমন: সুজন,জাহিদ  ইত্যাদি।

মূল পত্রাংশ: নিমন্ত্রণ পত্রের মূল বিষয়বস্তু নির্ভর করে অনুষ্ঠানের প্রকৃতির ওপর যে  উপলক্ষে আমন্ত্রণ পত্র জানানো হয় সে অনুষ্ঠানের স্থান, তারিখ, সময় সম্পর্কে  উল্লেখ থাকতে হবে। প্রাথমিক ক্ষেত্রে উদ্বোধক ও প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচকের নাম উল্লেখ থাকে বাঞ্চনীয়। বিয়ের নিমন্ত্রণপত্রে বর ও কনের এর পরিচিতি উল্লেখ করা যেতে পারে। লেখনীর ভাষার ক্ষেত্রে অবশ্যেই সহজ,সরল এবং সাবলীল ভাষায় লিখতে হবে। 

ইতি বা সমাপ্ত: এ ধরণের আমন্ত্রণ পত্রে মূল পত্রাংশলেখার পর ' নিবেদন ইতি ' এসব লেখার প্রচলন ছিল একসময়।  এখন  ' বিনয় আরজ ' বা ' নিবেদক ' ইত্যাদি লেখাই ভালো। 

নাম স্বাক্ষরে সৌজন্য : চিঠির বিষয় অনুসারে পত্রে 'বিনীত' , ' বিনীতা ', ' বন্ধুত্ব ' 'শ্রদ্ধাবনত ', 'ভবদীয়' ইত্যাদি ডান দিকে লিখে তার নিচে আমন্তনকারীর লিখবেন।

ঠিকানা ও তারিখ : নিমন্ত্রণ পত্রের বামদিকে তারিখ এবং ডানদিক আমন্ত্রণকারী নামে নিচে ঠিকানা লেখা ভালো সৌজন্যে শব্দ আমন্ত্রণ নাম-ঠিকানা তারিখ বাম দিকে চাইলে লিখতে পারেন।

অনুষ্ঠানসূচি : কোন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আলাদাভাবে অনুষ্ঠানসূচী দেওয়ার প্রয়োজন ওদিক ভালো। এর ফলে আমন্ত্রিত ব্যক্তির অনুষ্ঠানের প্রকৃতি ব্যাপ্তিকাল ইত্যাদি সম্পর্কে ভালোভাবে ধারণা করে নিতে পারেন। 


পত্র-প্রাপকের ঠিকানা : আমন্ত্রণ পত্রের খামের উপর আলাদাভাবে পত্র প্রাপকের নাম, ঠিকানা, লিখতে হবে। পাঠানোর আগে অবশ্যই আবার দেখে নেওয়া ভালো। নাম, ঠিকানা, ভুল থাকলে তা প্রাপকের কাছে নাও পৌঁছাতে পারে। 



একটি আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা নিচে পড়ুন: 


15 ই মার্চ 2017

প্রিয় সুধী,

আগামী 26 মার্চ 2017 আমাদের কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিয়াম আহমেদ এছাড়াও উক্ত অনুষ্ঠানের স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। 
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। 

নিবেদক,
জাহিদ হাসান 
সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক
বরিশাল সরকারি কলেজ, বরিশাল 

অনুষ্ঠানসূচি :

  • ১.  রেলি                                                                      : সকাল 7: 00 ঘটিকা
  • ২. অতিথিদের আসন গ্রহণ                                                     : সকাল 9: 00 ঘটিকা 
  • ৩. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত/গীত/পাঠ                                : সকাল 9: 30 ঘটিকা 
  • ৪. আলোচনা সভা                                                             : সকাল 10:00 ঘটিকা  
  • ৫. সাংস্কৃতিক অনুষ্ঠান                                                        : বিকাল 03:00 ঘটিকা

                                                                                               ডাকটিকিট


প্রেরক                                                       প্রাপক 
জাহিদ খান                                                   নাহার ইসলাম 
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক                           রোড নং ১২৫ ,বাড়ি নং52          
বরিশাল সরকারি কলেজ, বরিশাল                             তেজগাঁও, ঢাকা

 
বিশেষ দ্রষ্টব্য : পত্রলেখা শেষে খাম একে খামের উপর ঠিকানা লিখতে হয়।  উপরোক্ত ডাকটিকিট এর মতো এবং অবশ্যই মার্জিন করে দিবেন। 


Search Tag: আমন্ত্রণ পত্র, আমন্ত্রণ পত্র লেখার নিয়ম, আমন্ত্রন পত্রের নমুনা, আমন্ত্রণ পত্র আমন্ত্রন পত্রের নমুনা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url