ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কি | বাজারজাতকরণ নীতিমালা | The Daily Learn
ক্রেতা ও ভোক্তার শব্দ দুটি একই অর্থে ব্যবহৃত হলেও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে ক্রেতা বা বক্তা তা নির্ভর করে পণ্য ক্রয়ের উদ্দেশ্যের ওপর যেমন কোন ব্যক্তি যদি পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে কাপড় ক্রয় করে তাহলে তাকে বলা হবে ভোক্তা আর যদি প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক উদ্দেশ্যে কাপড় ক্রয় করে তাকে বলা হবে ক্রেতা।
নিম্নে ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কি তা নিচে দেখানো হলো:
1. পার্থক্যের বিষয় : সংজ্ঞা (Definition)
ক্রেতা: যে ব্যক্তি প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাকে ক্রেতা বলে।
ভোক্তা: যখন কোন ব্যক্তি ব্যক্তিগত বা পারিবারিক ভূমির উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাকে ভোক্তা বলে।
2. পার্থক্যের বিষয় : প্রকৃতি (Nature)
ক্রেতা: ক্রেতা প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হতে পারে।
ভোক্তা: ভোক্তা ব্যক্তি বা পরিবারের সদস্য হতে পারে ।
3. পার্থক্যের বিষয় : উদ্দেশ্য (Objective)
ক্রেতা: ব্যবসায়ীক ক্রেতা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে ।
ভোক্তা: ভোক্তা নিজের ও পরিবারের সদস্যদের সন্তুষ্টি বিধানের জন্য পণ্য ক্রয় করে।
4. পার্থক্যের বিষয় : উপযোগ (Utility)
ক্রেতা: ব্যবসায়ী ক্রেতা ক্রয় কৃত পণ্য প্রক্রিয়াকরণ, পুনঃউৎপাদন, বিক্রয় বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের মাধ্যমে উপযোগ সৃষ্টি করে।
ভোক্তা: ভোক্তার ক্রয় কৃত পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করে।
5. পার্থক্যের বিষয় : অর্থ ব্যয় (Expanding money)
ক্রেতা: ক্রেতাকে অবশ্যই অর্থ ব্যয় করে পণ্য ক্রয় করতে হয় আর এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক বিবেচনা গুরুত্ব পায়।
ভোক্তা: অনেক সময় ভোক্তা নিজে অর্থ ব্যয় না করে ও পণ্য ব্যবহার বা ভোগ করতে পারে। এখানে ভোক্তার সৃষ্টির বিষয়ে বেশি গুরুত্ব পায়।
6. পার্থক্যের বিষয় : সংখ্যা (Number)
ক্রেতা: ক্রেতার সংখ্যা কম।
ভোক্তা: ভোক্তা সংখ্যা বেশি।
7. পার্থক্যের বিষয় : মূলধন (Capital)
ক্রেতা: ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বিদায় ক্রেতার মধ্যে নিজস্ব মূলধন থাকতে হয় তাছাড়া এ ধরনের ক্রয় অধিক মূল্যে প্রয়োজন হয়।
ভোক্তা: ভোক্তার নিজস্ব মূলধন নাও থাকতে পারে। তাছাড়া ভোক্তার পরিমাণ কম বলে কম মূলধনের প্রয়োজন হয়।
8. পার্থক্যের বিষয় : ক্রয়ের পরিমান (Purchase Volume)
ক্রেতা: ক্রেতা একসাথে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে।
ভোক্তা:ভোক্তা তুলনামূলকভাবে অল্প পরিমাণে পণ্য ক্রয় করে।
9. পার্থক্যের বিষয় : অবস্থান (Place)
ক্রেতা: পণ্যের বন্টন প্রণালীতে ব্যবসায় ক্রেতার অবস্থান ভোক্তার আগে।
ভোক্তা: পণ্যের বন্টন প্রণালী তে ভোক্তার অবস্থান ব্যবসায় ক্রেতার পরে এবং সবশেষে।
10. পার্থক্যের বিষয় : চুক্তি (Contract)
ক্রেতা: ক্রেতার চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে।
ভোক্তা: ভোক্তার চুক্তি সম্পাদনের যোগ্যতা নাও থাকতে পারে।
উপরের আলোচনার মাধ্যমে ক্রেতা ও ভোক্তার মধ্যে আমরা বিভিন্ন পার্থক্য দেখতে পাই। ক্রেতা মূলত পণ্য ক্রয় করে ব্যবসায়িক উদ্দেশ্যে আর ভোক্তা পন্য ক্রয় করে সরাসরি ভোগ বা ব্যবহারের জন্য।
Search Tag: ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য কি , ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য, ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য দেখাও, বাজারজাতকরণ নীতিমালা।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url