আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও দরখাস্ত লেখার নিয়ম | Abedon Potro Bangla
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও দরখাস্ত লেখার নিয়ম:
যথাযথ কর্তৃপক্ষের কাছে কোন কিছু প্রার্থনা করে যে পত্র রচনা করা হয় তাকে আবেদনপত্র বলে । বিশেষ করে কোন পদে নিয়োগ প্রাপ্তির জন্য ছুটি বদলি সাহায্য চেয়ে অথবা কোন সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকেই বলা হয় আবেদন পত্র দরখাস্ত।
আপনি যদি লক্ষ্য করেন আমাদের শিক্ষা জীবন থেকে শুরু করে শেষ কর্ম দিবস প্রযন্ত আমাদের এই আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। এই ব্লগ এ আমি আপনাদের দেখাবো ১০ টি ক্যাটাগরি তে যেকোনো আবেদন পত্র লেখার নিয়ম বা দরখাস্ত লেখার নিয়ম। আপনি যেই রিলেটেড আবেদন পত্র লেখার নমুনা বা কপি খুঁজছেন পড়তে পড়তে পোস্ট এর নিচে যান আশা করি পেয়ে যাবেন।
সঠিক নিয়মে একটি আবেদন পত্র লিখার সময় অবশ্যই আপনাকে যা যা খেয়াল রাখতে হবে বা একটি আবেদন পত্র লিখার গঠন প্রক্রিয়া:
১. আবেদনের তারিখ
২. প্রাপক (যার কাছে আপনি আবেদনটি করবেন তার নাম , পদবি ,শেষ এ ঠিকানা )
৩. আবেদনের বিষয় (যে বিষয়ে আপনি আবেদন করবেন ১ লাইন এ বিষয়টি উল্লেখ করুন)
৪.সম্ভাষণ (Mr./Sir/Madam)
৫. আবেদনের বিষয়ে লিখুন (প্রথমে ৫-৬ লাইন একটু জায়গা খালি রেখে সংক্ষিপ্ত বর্ননা ২ লাইন )
৬. নাম স্বাক্ষর
৮. ঠিকানা (চাকরির ক্ষেত্রে প্রযোজ্য)
1. বিনা বেতনে অধ্যয়নের/পড়ার অনুমতি প্রার্থনা করে অর্থাৎ তার নিকট একখানা আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
৯ সেপ্টেম্বর ২০১৯
বরাবর
অধ্যক্ষ
বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ
বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ গাইবান্ধা
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি বরাবরই পরীক্ষায় ভালো ফল অর্জন করেছি কিছুদিন আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আজ আমাদের পরিবারের চরম অর্থকষ্টে নেমে এসেছে। এ অবস্থায় আমার পক্ষে পড়ালেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিনা বেতনে পড়ার সুযোগ না পেলে হয়তো আমার পড়ালেখা করা হবে না।
অতএব মহাত্মন, উপরিক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে বাধিত করবেন।
নিবেদক ,
আপনার একান্ত অনুগত ছাত্র
মিজানুর রহমান
ডিগ্রী পাস কোর্স দ্বিতীয় বর্ষ,রোল নং ০৯
2. কলেজের মাননীয় অধ্যক্ষের নিকট প্রশংসা পত্র চেয়ে আবেদন পত্র লেখার নিয়ম বাংলা । Abedon Potro Bangla
৯ সেপ্টেম্বর ২০১৯
মাননীয় অধ্যক্ষ
পীরগাছা ডিগ্রী কলেজ
পীরগাছা, রংপুর
বিষয়: প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র ।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন প্রাক্তন ছাত্র আমি আপনার কলেজ থেকে ২০১৯ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি কলেজের সাংস্কৃতিক ও ক্রিয়া দলের একজন সক্রিয় সদস্য ছিলাম। বর্তমানে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তির জন্য আপনার নিকট থেকে আমার একখানা প্রশংসাপত্রের একান্ত দরকার।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, দয়া করে আমার চরিত্র, শিক্ষাগত তথ্যাবলী ও আপনার কলেজে বিগত দুই বছর অধ্যয়নকালীন আমার যাবতীয় কৃতিত্বও উল্লেখপূর্বক প্রশংসাপত্র দানে বাধিত করবেন।
আপনার অনুগত ছাত্র
কল্যাণ মিত্র
মানবিক শাখা রোল নং: ১৯
শিক্ষাবর্ষ ২০১৯-২০
3. দরিদ্র তহবিল বা ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখার নিয়ম ।
৭ জুলাই ২০১৯
মাননীয় অধ্যক্ষ
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
বিষয়: ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণী একজন নিয়মিত ছাত্র। দের বছর যাবত আমি কলেজে পড়ালেখা করছি গত বার্ষিক পরীক্ষা মানবিক বিভাগে আমি প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু সাম্প্রতিক আর্থিক অনটনে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক গত কয়েক মাস যাবত তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার এ বিপদে সাহায্য করবে এমন বিত্তবান আত্মীয়-স্বজন ও আমাদের নেই। তারপর আমরা আরও তিন ভাইবোন অন্যান্য স্কুল কলেজে পড়ালেখা করে তাদের লেখাপড়ার খরচ পারিবারিক ভরণপোষণ বাবার চিকিৎসা ব্যয় সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছে পারিবারিক দূর অবস্থার পরিপেক্ষিতে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করলে বিশেষভাবে উপকৃত হবে।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাকে দরিদ্র তহবিল থেকে অর্থ অনুদানের ব্যবস্থা করলে চির কৃতজ্ঞপাশে বাধিত হব।
আপনার একান্ত অনুগত ছাত্র
বিকাশ মজুমদার
দ্বাদশ শ্রেণি,মানবিক বিভাগ
শ্রেণী রোল নং ১
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
4. শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ /শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
১৯ ই জানুয়ারি ২০১৯
বরাবর
অধ্যক্ষ
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
নাসিরাবাদ ,চট্টগ্রাম
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
জনাব,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। শিক্ষার সাথে শিক্ষা সফরের গুরুত্ব ও প্রভাবে জড়িত তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের প্রয়োজনীয়তা অপরিসীম এর মাধ্যমে আমরা নতুন নতুন স্থান পরিদর্শনের সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবো। শুধু তাই নয় এর ফলে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জ্ঞান লাভ করার সুযোগ পাবো। প্রকৃতপক্ষে, শ্রেণিকক্ষে পাঠ্যসূচি ব্যবহারিক জীবনের লক্ষ্য শিক্ষাসফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা শিক্ষা সফরে কুয়াকাটা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি। সমুদ্রসৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিভিন্ন শ্রেণীর প্রাণী ও সমুদ্র তীরবর্তী অঞ্চল এর সঙ্গে পরিচিত হতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের 50 জন ছাত্র-ছাত্রী প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আপনার অনুমতি পেলে আমরা এর অর্ধেক টাকা বহন করতে পারব বলে আশা পোষণ করছি এ ব্যাপারে আপনার সাহায্য ও সহানুভূতি আমাদের একান্ত ভাবে কাম্য।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, শিক্ষা সফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলে আমরা বিশেষভাবে বাধিত হব।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে
মিনহা সিদ্দিকা
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
নাসিরাবাদ ,চট্টগ্রাম
5. বিশেষ প্রয়োজনে ছুটিও কর্মস্থল ত্যাগের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ।
১০ মে ২০১৯
বরাবর ব্যবস্থাপক
অরেঞ্জবিডি ১৭৬/2 কাওরানবাজার , ঢাকা ১২০০
জনাব ,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী কিছুদিন যাবত আমার শারীরিক অবস্থার ভালো যাচ্ছে না এ অবস্থায় চিকিৎসক বলেছেন চিকিৎসা গ্রহণ পূর্বক ২ সপ্তাহ বিশ্রামে থাকতে। তাই আমার অগ্রিম ১২ দিনের ছুটি প্রয়োজন।
অতএব, উপরোক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় আমাকে আগামি 12 .5.2017 থেকে ২৪. ৫. ২০১৭ তারিখ পর্যন্ত ছুটি দিতে আপনার মর্জি হয়।
নিবেদক
আপনার বিশ্বস্ত
নিলয়
কম্পিউটার অপারেটর,অরেঞ্জবিডি
6. জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লেখার বাংলা নিয়ম ।
তারিখ: ০৫/০৮/২০১৯
বরাবর
প্রধান শিক্ষক
তেজগাঁও সরকারি হাই স্কুল , তেজগাঁও
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বর্তমানে বাবা অসুস্থ থাকায় পরিবারের আর্থিক অর্থ কষ্ট দেখা দিয়েছে। যার ফলে আমি আমার বেতন ও অন্যান্য ফি যথাসময়ে সময়ে পরিশোধ করতে পারিনি।
অতএব মহাত্মন, উপরিক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় , আমার উক্ত সমস্যা গুলো বিবেচনা করে। আমার সকল জরিমানা মওকুফ করে সকল ফি ও বেতন প্রদানে আপনার মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক,
নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র
নাফিজ আহমেদ
একাদশ শ্রেনি
বিভাগ: মানবিক
রোল নং ১৫০১১
7. উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম বাংলা।
তারিখ: ০৫/০৮/২০১৭বরাবর
প্রধান শিক্ষক ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা ভোলা সদর, ভোলা । বিষয়: অগ্রিম ছুটি চেয়ে আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের ৯ ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন দরিদ্র কৃষক রিস্কা চালক।
আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার পড়ালেখা করা প্রায় অসম্বব হয়ে উঠেছে। আমাদের পরিবারে আর্থিকভাবে টানাপোড়েন চলছে।
অতএব, উপরিক্ত পরিপ্রেক্ষিত বিবেচনায় ,আমার উক্ত সমস্যা গুলো বিবেচনা করে। আমাকে উপবৃত্তি প্রদানে করলে জনাবের নিকট বিশেষভাবে বাধিত হব। বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
আইমান
৯ম শ্রেনি
বিভাগ: বিজ্ঞান
রোল নং ০৩
8. হলে সিটের জন্য আবেদন পত্র /দরখাস্ত লেখার নিয়ম ।
তারিখ: ০৫/০৮/২০১৭
বরিশাল সরকারি কলেজ, বরিশাল বরিশাল সদর, বরিশাল। বিষয়: হলে সিটের জন্য আবেদন পত্র লেখার নিয়ম (Abedon Potro Bangla)
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের কলা অনুষদের একজন ছাত্র। ১লা জুলাই থেকে আমাদের ১ম বর্ষের ক্লাস শুরু হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কিন্তু, বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের বাহিরে রেখে পড়াশোনা আমার পরিবারের পক্ষে অসম্বব হয়ে পড়েছে।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমার অবস্থা বিবেচনা করে আমাকে আপনার হলে একখানা সিট বরাদ্দ করতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক,
- আইমান
- অনার্স প্রথম বর্ষ
- বিভাগ: কলা অনুষদ
- আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র
- রোল নং ২০১৯
9. তোমার কলেজের ভিতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র/দরখাস্ত লেখার নিয়ম(Abedon Potro Bangla)
২০ ই ফেব্রুয়ারি ২০১৯
মাননীয় অধ্যক্ষ
নিউ মডেল কলেজ
ধানমন্ডি,ঢাকা
কলেজের ভিতরে ক্যান্টিন স্থাপনের আবেদন
মহাত্মন,
সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার কলেজের ছাত্র-ছাত্রী। প্রতিদিন আমরা অনেক দূর দূরান্ত থেকে কলেজে আসি। নানা কারণে অনেকের পক্ষে জানা সম্ভব হয়না। স্বল্পতম সময়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন টিফিন করে আসা ছাত্র-ছাত্রীদের পক্ষে সম্ভব নয়। এই অবস্থার প্রেক্ষিতে কলেজের ক্যাম্পাসের ভিতরে ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্র-ছাত্রীদের সমস্যা নিরসন হতে পারে।
অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, শিক্ষার্থীদের বৃহত্তর প্রয়োজনের কথা বিবেচনা করে কলেজের ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞতাপাশে আবদ্ধ হব।
বিনীত
অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ
নিউ মডেল কলেজ
ধানমন্ডি,ঢাকা
10. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদন পত্র লেখার নিয়ম বাংলা বা দরখাস্ত লেখার নিয়ম
২৮ এপ্রিল ২০১৯
বরাবর মহাপরিচালক
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর
ঢাকা, বাংলাদেশ
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে গত 24 এপ্রিল 2016 তারিখে 'দৈনিক ইত্তেফাকে'' -এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে প্রয়োজনীয় তথ্য সহ আবেদন আবেদন পত্র প্রেরণ করছি। প্রয়োজনীয় তথ্য নিচে উপস্থাপন করা হলো :
ব্যক্তিগত তথ্য
নাম : করিমউদ্দিন
পিতার নাম : নাসির উদ্দিন
মাতার নাম : হালিমা বেগম
জন্ম তারিখ: ১ জুলাই ২০০১
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
বর্তমান ঠিকানা : ----------
স্থায়ী ঠিকানাঃ-------------
যোগাযোগ
মোবাইল /ফোন নাম্বার:০১৯৮৮++++
ইমেইল : ---@--com
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষা শাখা বছর শ্রেণী /জিপিএ প্রতিষ্ঠান বোর্ড রোল নং
এসএসসি বাণিজ্য ২০০৯ জিপিএ ৪:১১ 'ক' উচ্চ বিদ্যালয় বরিশাল ৫৬৩৫২
এইচ এস সি মানবিক ২০১১ জিপিএ ৪:১৪ 'ক' কলেজ বরিশাল ৫৬২৩৫
বিএ (পাস কোর্স) মানবিক ২০১৪ দ্বিতীয় ৩:২০ 'ক' ডিগ্রী কলেজ জা. বিশ্ব. ৩৫৫৬২
(বিশেষ দ্রষ্টব্য : শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মার্জিন করে দিবেন)
অভিজ্ঞতা : একটি প্রকাশনা প্রতিষ্ঠান দুই বছর যাবত লেখক হিসেবে কর্মরত।
প্রশিক্ষণ: MS Office: MS Word, MS Excel, MS PowerPoint, MS Access, internet application, web browsing E-mail.
অতএব প্রার্থনা এই যে, উপযুক্ত যোগ্যতা বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়োগদানে সদয় মর্জি হয়।
নিবেদক মোঃ করিমউদ্দিন।
বরিশাল, ভোলা
সংযুক্তি
- সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি
- প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি
- অভিজ্ঞতা সনদের ফটোকপি
- প্রশিক্ষণ সনদের ফটোকপি
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ
- পাসপোর্ট আকারের ছবি
এই পর্যন্তই
Related Articles: দেখুন কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিবেদন লিখবেন
Search Tag: আবেদন পত্র লেখার নিয়ম বাংলা, দরখাস্ত লেখার নিয়ম, Abedon Potro Bangla,চাকরির দরখাস্ত লেখার নিয়ম, স্কুল দরখাস্ত লেখার নিয়ম,বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত লেখার নিয়ম
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url