শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন | দি ডেইলি লার্ন

শিক্ষা সফর জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড় তেমনি শিক্ষার সাথেও শিক্ষা সফরের নিবিড় সম্পর্ক রয়েছে। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিলালিপি, পাণ্ডুলিপি ,জাদুঘর গুলোতে বহু ঐতিহাসিক নিদর্শন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই নিচে প্রধান শিক্ষক/অধ্যক্ষ নিকট কিভাবে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন লিখবেন তার ২ টি গুরুত্বপূর্ণ আবেদন নিচে উপস্থাপন করা হয়েছে।

শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন

১. শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন

বরাবর
অধ্যক্ষ 
ঢাকা কলেজ ,ঢাকা -১২০৫ 
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

জনাব , 
সবিনয়ে নিবেদন এই যে, আমরা আপনার এই ঐতিহ্যবাহী কলেজ (ঢাকা কলেজ) এর ছাত্র-ছাত্রী। শিক্ষার এই প্রাণ কেন্দ্রে প্রতিবছর'ই শিক্ষা সফরে যাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়। যা প্রত্যেক শিক্ষাথীদের জন্য একটি শিক্ষামূলক ঘটনা। আমরা আগামী মাসের ১ম তারিখে শিক্ষা সফরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষা সফরে গুরুত্ব অপরিসীম। শিক্ষা সফরে যাওয়ার ফলে নতুন নতুন স্থানে পরিদর্শনের ফলে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা হয়।

শিক্ষা সফরে শিক্ষামূলক বিভিন্ন স্থানে যাওয়ার কারণে পাঠ্যসূচির বাইরেও ব্যবহারিক জীবনে শিক্ষা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা কুয়াকাটা শিক্ষা সফরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি। কুয়াকাটা সমুদ্রসৈকত সূর্যোদয় ও সূর্য্যাস্তের এই মনমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সাথে সাথে সমুদ্রের মৎস প্রাণী বনাঞ্চলের সাথে পরিচিত হতে পারবো। শিক্ষা সফরে যাওয়ার পর আমরা ২ দিন থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই ২ দিনে আমাদের ৬০ জন ছাত্র-ছাত্রীর আনুমানিক 'দেড় লক্ষ' টাকা খরচ হবে। সম্পূর্ণ অর্থ ছাত্র-ছাত্রীর পক্ষে বহন করা সম্ভব নয়। আপনার অনুমতি পেলে আমরা সব ছাত্র-ছাত্রীরা অর্ধেক অর্থ বহন করতে পারবো বলে মনে করছি।শিক্ষা সফরে অর্ধেক অর্থ বহনে আপনার সাহায্য একান্তভাবে কামনা করছি। 

অতএব , মহাত্মন সমীপে সবিনয়ে আবেদন , শিক্ষা জীবনে শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব প্রয়োনীয়তা বিবেচনা করে শিক্ষা সফরে যাওয়ার জন্য অনমুতি এবং প্রয়োনীয় অর্থ বরাদ্দ করতে আপনার মর্জি হয়।

তারিখ : ৩/৭/২৩

ঢাকা নিউমার্কেট, ঢাকা-১২০৫

বিনীত আপনার প্রিয় কলেজের অনুগত হাত্র।

  • মোঃ শুভ আহমেদ রাজন 
  • মোঃ নাঈম ইসলাম জিনল 
  • মোঃ আরাফাত ইসলাম 
  • মোঃ রাফিন ইসলাম

২. শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন

বরাবর
অধ্যক্ষ 
শেরে-ই -নগর সরকারি স্কুল এন্ড কলেজ, ঢাকা। 
শেরে-ই -নগর, ঢাকা -১২১২
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

জনাব ,

বিনীত নিবেদন এই যে ,আমরা আপনার মহাবিদ্যালয়ের প্রিয় ছাত্র-ছাত্রী। প্রতিবছরই এ কলেজ থেকে আগ্রহী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফরে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এবার শীতকাল চলে যেতে বসেছে তবুও ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফরে যাওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম আর্থিক সঙ্কটের কারণে এ বছর শিক্ষা সফরে যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে না। বিষয়টি ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাই এবারের আগ্রহী ছাত্রী-ছাত্রীরা অনন্য বছরের মতো অর্ধেক অনুদানের স্থলে এক-তৃতীয়াংশ অনুদানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাকি অংশ ছাত্র-ছাত্রীরা বহন করবে। 

অতএব , মহাত্মন সমীপে আকুল আবেদন , শিক্ষা জীবনে শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব বিবেচনা করে আমাদের আবেদন মঞ্জুর করতে আপনার মর্জি হয়। 

তারিখ : ৫/৫/২৩

শেরে-ই -নগর, ঢাকা

বিনীত আপনার প্রিয় অনুগত হাত্র-ছাত্রী 

  • মোঃ ওবি আহমেদ 
  • মোঃ আবির ইসলাম 
  • মোঃ আহমেদ ইসলাম 
  • মোঃ সিয়াম আহমেদ  
আরো পড়ুন : আবেদন পত্র লেখার নিয়ম এবং ১০ টি গুরুত্বপূর্ণ আবেদনপত্র দেখুন।

আমাদের কথা, শিক্ষা সফর প্রতিটি শিক্ষাথীদের পড়ালেখার পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে তাৎপর্যপুন্য অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। তাই ,শিক্ষা সফরে যাওয়ার গুরুত্ব অপরিসীম। প্রতিটি স্কুল ,কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক যা প্রতীয়মান হয় যুক্তিযুক্ত। উপরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন যা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন উপরে সঠিক ভাবে তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url