সামরিক শাসন বলতে কি বুঝ
ভূমিকা: সামরিক শাসন একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠানের চেয়ে সামরিক বাহিনী একটি শক্তিশালী, নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত প্রতিষ্ঠান। এর প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বহিঃশত্রুর আক্রমন থেকে দেশকে রক্ষা করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য দক্ষিণ আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় রাষ্ট্রে সামরিক বাহিনীর সফর ও ব্যর্থ হস্তক্ষেপ করতে দেখা যায়। তবে উন্নত বিশ্ব অপেক্ষা অনুন্নত বিশ্বে সামরিক বাহিনীর হস্তক্ষেপ অধিকমাত্রায় পরিলক্ষিত হয়।
সামরিক শাসন: সাধারণত বেসামরিক কার্যাবলী যখন সামরিক লোকদ্বারা পরিচালিত হয় তখন তাকে সামরিক শাসন বলে । অর্থাৎ সামরিক শাসন হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় বেসামরিক সরকারকে উচ্ছেদ করে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। রাজনীতিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই কোন দেশে শুরু হয় সামরিক শাসন । একটি দেশের গণতন্ত্র যখন দুর্বল হয়ে পড়ে তখনই সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের সুযোগ পায় । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রবণতা বৃদ্ধি পায়।
আরো পড়ুন: সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
Wikipedia, "A Military dictatorship is a form of government where in the. political power resides with the military”. [ Wikianswer.com]
অন্যত্র বলা হয়েছে, “Militery rule is one where a countries aministration and the implementation of its law and order are under control of the military." [Wikipedia Incyclopedia'
অধ্যাপক Finer বলেন, “সামরিক শাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরাসরি সামরিক কর্তৃপক্ষের দ্বারা শাসনব্যবস্থা পরিচালিত হয়।”
আরো পড়ুন: লাহোর প্রস্তাবের উদ্দেশ্য কি ছিল?
অধ্যাপক A.R. Ball-এর মতে, “সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সরাসরি ক্ষমতাকরায়ত্ব করাসহ সবকিছুকে বুঝিয়েছেন।”
বুনডেন সামরিক শাসন বলতে বুঝিয়েছেন, ”সামরিক বাহিনীর খোলাখুলি ক্ষমতা প্রদর্শন ও ক্ষমতা দখল করাকে সামরিক শাসন বলে ।”
Nordlinger-এর মতে “সামরিক হস্তক্ষেপ হলো এমন একটি অবস্থা যেখানে সামরিক অফিসারেরা তাদের প্রভুত ক্ষমতা প্রয়োগ করে বা কর্তৃত্ব করে।”
আরো পড়ুন: ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বেসামরিক প্রশাসনকে ক্ষমতা থেকে উৎখাত করে যখন সামরিক বাহিনী রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রের দায়দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তখন তাদের শাসনকে সামরিক শাসন বা সামরিক হস্তপেক্ষ বরে । এ শাসন ব্যবস্থায় মানুষের সামগ্রিক জীবনে রাষ্ট্রীয় আদেশ- নির্দেশ পালন ও অনুসরণে জনগণকে বাধ্য করা হয় । সুতরাং বলা যায় রাজনীতিকে সামরিক বাহিনীর অনাকাঙ্খিত হস্তক্ষেপের ফলে রাজনৈতিক ব্যবস্থায় যে পরিস্থিতির সৃষ্টি হয় তাকে সামরিক হস্তক্ষেপ বলে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url