টিকাদান কর্মসূচী - নবজাতকের টিকার তালিকা
টিকাদান কর্মসূচী - নবজাতকের টিকা মারাত্মক ৬টি সংক্রামক রোগ থেকে আপনার শিশুকে রক্ষার জন্য শিশুকে জন্মের পর থেকেই নির্ধারিত কিছু টিকা দিতে হবে। টিকাগুলো আপনি সরকার পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র অথবা কোন চিকিৎসকের নিকট গিয়ে টিকাগুলো দিবেন। শিশুদের মোট কয়টি টিকা দিতে হয় ?
টিকাদান কর্মসূচী - নবজাতকের টিকার তালিকা
নবজাতকের টিকার তালিকা গুলো হলো-
(১) যক্ষার জন্য বিসিজি,
(২) ডিপথেরিয়া, হুপিংকাশি ও ধনুষ্টংকারের জন্য ডিটিপি,
(৩) পোলিওর জন্য পোলিওর টিকা এবং
(৪) হামের জন্য হামের টিকা।
আরো পড়ুন: মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা।
টিকাগুলো দেওয়ার নিয়মাবলী নিম্নরূপ-
টিকার নাম টিকা দেওয়ার সময় বিসিজি জন্মের পর হতে দেড় মাস বয়সের মধ্যে বিসিজি টিকা দিতে হবে। ডিটিপি শিশুর বয়স ছয় সপ্তাহ হলেই প্রথম ডোজ দিতে হবে। এর এক মাস পর দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজের আরো একমাস পর তৃতীয় ডোজ দিতে হবে। অর্থাৎ আপনার শিশুকে ডিটিপি'র মোট তিনটি ডোজ দিতে হবে। পোলিও শিশুর বয়স ছয় সপ্তাহ হলেই প্রথম ডোজ দিতে হবে। এর এক মাস পর দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজের আরো একমাস পর তৃতীয় ডোজ দিতে হবে। শিশুর বয়স দশ মাসে পড়লে তাকে চতুর্থ ডোজ পোলিও টিকা দিতে হবে। অর্থাৎ আপনার শিশুকে পোলিও'র মোট চারটি ডোজ দিতে হবে।
হাম শিশুর বয়স দশ মাসে পড়লে তাকে হামের টিকা দিতে হবে। এছাড়াও বর্তমানে হেপাটাইটিস, চিকেনে ফক্স, টাইফয়েটসহ বিভিন্ন রোগের টিকা বের হয়েছে। আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার শিশুকে এসব টিকা দিয়ে তার ভবিষ্যৎ জীবনকে নিরাপদ করে তুলতে পারেন। ১৫/১৬ বছর বয়সের প্রত্যেক মহিলার টিটি বা টিটেনাস টকময়েট বা টিটেনাস রোগের প্রতিরোধক টীকা একমাস অন্তর দুটি ডোজ নেয়া উচিত।
আরো পড়ুন: বাদামের উপকারিতা ও অপকারিতা।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url