Graphs কী ? grapes এর প্রকারভেদ
Graphs কী ?
Graphs হলো ইংরেজি গ্রাফ (graph) শব্দের বহুবচন। গ্রাফ অর্থ চিত্র বা রেখাচিত্র। সাধারণভাবে গ্রাফ হলো A pictorial presentation of the data from the charts, অর্থাৎ গ্রাফ হলো চার্ট থেকে উপাত্তসমূহের চিত্রিত (pictorial) প্রদর্শন। ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারী অনুসারে গ্রাফ হলো A diagram indicating any sort of relationship between two or more things by means of a system of dots, curves, bars or lines." অর্থাৎ গ্রাফ হলো একটি নকশা বা চিত্র (diagram) যা দুই বা ততোধিক জিনিসের মধ্যে ডট (.), বক্ররেখা, বার (bars) এবং লাইন দ্বারা যেকোনো সম্পর্ক নির্দেশ করে। অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী গ্রাফস হলো 'A diagram showing the relationship between two variable quantities each measured along one of a pair of axes usually at right angles." গ্রাফ এর অন্য একটি সংজ্ঞা হলো 'A sysmbolic diagram in which connection between items are represented by lines" অর্থাৎ গ্রাফ হলো একটি সাংকেতিক চিত্র (diagram) যা দ্বারা বিভিন্ন বিষয়সমূহের (items) মধ্যে সম্পর্ক প্রকাশ পায়। সংক্ষেপে বলা যায় ("A graph is a pictorial presentation of the relationship between variables." অর্থাৎ (graph) হলো পরিবর্তকসমূহের মধ্যকার সম্পর্কের একটি চিত্রিত (pictorial) প্রদর্শন।
Grapes এর প্রকারভেদ
গ্রাফস বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন: bar graphs, pie graphs, pictographs, line graphs প্রভৃতি। Describing charts and মৎধঢ়যং-এ একটি চার্ট বা graph দেয়া থাকবে, সেটা বর্ণনা করতে হবে। বর্ণনা করতে কয়েকটি points এর মধ্যে প্রথমে Introduction সেটা তার পরে চার্ট বা গ্রাফটির মূল বর্ণনা বা bullet points একাধিক variables বা figures থাকলে তা থেকে comparative statement বা relation between them তৈরি করুন-পরিশেষে আপনার idea বা বক্তব্যকে generalization এর মাধ্যমে সমাপ্তি টানুন। এই বর্ণিত points গুলো points আকারে উল্লেখ না করলেও চলবে, তবে points গুলোর বর্ণনা ঠিকই 3. charts এবং graphs এর বর্ণনার মধ্যে থাকবে।
Read more : The internet users in Bangladesh graph chart from 2000 to 2009.
মার্কস এবং গ্রাফস বর্ণনা করার পূর্বে চার্টস এবং graph কী সে সম্পর্কে জানা দরকার। Achart is a diagram or graph which displays information একটি চার্ট হলো একটি নকশা বা লেখ (চিত্র) বাঁ তথা প্রদর্শন করে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী চার্টের সংজ্ঞা হলো 'A chart is a graphical representation (by means of curves of the lines) of the fluctuation of any variable magnitude, such as temperature, prices, population etc অর্থাৎ চার্ট হলো তালিকা, নকশা, চিত্র অথবা লেখচিত্রের বর্ণনা যা দ্বারা দুই বা ততোধিক পরিবর্তকসমূহের (variables) মধ্যে এস-বৃদ্ধির সম্পর্ক প্রকাশ পায়।
সাভাবে বলা যায়, চার্ট হলো 'A sheel of tabulated or diagramatic information, a set of curves on graph etc showing Actuations in lemperature, prices, etc. অর্থাৎ চার্ট হলো টেবিলীয় (tabulated) অথবা নকশা/চিত্রাংকিত তথ্যের একটি (পৃষ্ঠা) হট, লেখ এর উপর বক্ররেখার একটি সেট যা তাপমাত্রা, মূল্য, ইত্যাদির তুনা বদ্ধির সম্পর্ক প্রকাশ করে। উপরোল্লিখিত আলোচনা থেকে সহজে বলা যায় যে, 'A chart is a sheet or a paper of tabulaled or diagramatic information cowing fluctuation in temperature, price, population, etc. or any other variables চার্ট এর প্রকারভেদ: গর্ট বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন- bar chart, column chart, flow chart, ple chart, line chart, doughnut chart প্রভৃতি। দিয়ে বিভিন্ন প্রকার চার্টের ছবি প্রদর্শিত হলো। Charts এবং Graphs এর মধ্যে পার্থক্য চার্টস এবং গ্রাফস দ্বারা উপাত্তসমূহের (data) মাধ্যমে তথ্য প্রদর্শন করে অতি সহজে এবং সংক্ষেপে পরিবর্তকসমূহের (variabis) মধ্যে হ্রাস-বৃদ্ধির পরিমাপ করা হয়। চার্টস এবং গ্রাফস দ্বারা প্রদর্শিত তথ্য সহজ এবং সুবোধ্য হয়। A chart is a visual representation of data, in which dala are represented by symbols such as fines into line charts or bars into bar charts, whereas a graph is a diagramatic form as set of dols the vertices joined by lines or curves for edges.
আরো পড়ুন: E-mail কী ? এবং Professional ই-মেইল লেখার নিয়ম।
উদাহরণস্বরূপ বলা যায় (একটি chart দ্বারা তিনটি ভিন্ন সামগ্রির (products) বিক্রয় দেখানো যায় আর একটি লাইন graph দ্বারা এই পরির্তকসমূহের মধ্যে সঠিকভাবে সম্পর্ক প্রকাশ করা যায়। এছাড়া গ্রাফস দ্বারা অনুপাত বা শতাংশ প্রদর্শন সম্ভব নয় সেখানে pie chart দ্বারা এ সম্পর্ক দেখনো খুবই সহজ। চার্টস এবং গ্রাফস এর পার্থক্য পরিষ্কার করতে এদের সংজ্ঞাগুলো দেখা যাক।
চার্ট হলো 'A paper or a sheet showing facts graphically or in a tabular form. অর্থ এটি হলো একখণ্ড কাগজ বা শীট যা তথ্যকে নকশা, চিত্র বা টেবিল আকারে প্রকাশ করে। অপরদিকে Graphs হলো A kind of symbolic diagram in which a system of connexions is expressed by spots and circles, some pairs of which are colligated by one or more lines অর্থাৎ: গ্রাফ হলো এক প্রকার সাংকেতিক রেখাচিত্র (diagram) যাতে ক্ষুদ্র বিন্দু (dols) এবং বৃত্তসমূহের দ্বারা একটি সম্পর্ক বা সংযোগ সাধনের ব্যবস্থা, এবং যাতে এক বা একাধিক লাইন দ্বারা কিছু/কতিপয় জোড়াসমূহকে যুক্ত করা হয়।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url