রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী | দি ডেইলি লার্ন

রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্যের কবিতা নন তিনি দেশের কবি গানের বাংলা সাহিত্য তার মাধ্যমে বিশ্ব সাহিত্য দরবারে প্রতিষ্ঠা করেছেন। গভীর দেশের অমর কবি ফেরদৌর মতো তিনি নিজের মাতৃভাষাকে দেশ বারে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়সেই কবিতা লিখতে শুরু করেন এবং অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস এবং নাটক রচনা করেন। তাঁর সাহিত্যকর্মগুলি প্রায়শই প্রেম ও প্রকৃতি যা বিশ্বব্যাপী এখনো পাঠকদের হৃদয় স্পর্শ করে।

রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী

রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী | রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী | দি ডেইলি লার্ন

রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালের ২৫শে বৈশাখ ১৮৬১ সালে ৭ মে কলকাতার জোড়োসাকো কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহের নাম প্রিন্স দ্বারকানাত ঠাকুর। তার এই পরিবারের বহু জ্ঞানী গুনির জন্ম হয় তার পুরো পরিবারের সকলেই ছিল তৎকালীন আধুনিক শিক্ষায় শিক্ষিত।

শিক্ষা: গৃহ শিক্ষকের কাছে রবীন্দ্রনাথের বাল্য পাঠ শুরু হয়। তিনি ঘর বাধা শিক্ষা ব্যবস্থা কখনই পছন্দ করতেন না পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার সংস্কার করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। আট বছর বয়সে কলকাতার একটি নরমাল স্কুলে তাকে ভর্তি করা হয় তিনি স্কুলের জীবনে তার ভালো না লাগায় আবার তাকে গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে ফিরে আনা হয়। তিনি তার বাবার কাছে থেকে নিজের সংস্কৃত ব্যাকরণ ও জ্যোতিশাস্ত্র শিক্ষা নেন। তিনি ১৭ বছর বয়স ভাই সতেন্দ্ৰনাথ এর সঙ্গে উচ্চ শিক্ষা লাভের জন্য বিলাত গমন করেন সেখানে তিনি ব্রিটেন পাবলিক স্কুল ও লন্ডন ইউনিভার্সিটি কলেজ অধ্যায়ন করেন। তবে, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তিনি করতে পারেননি।

সম্পর্কিত পড়ুন : বঙ্গবন্ধু শেখ মুজিবরের জীবনী

রবীন্দ্রনাথের প্রতিভা: বাল্যকাল থেকে কবির প্রতিভার বিকাশ ঘটে মাত্র নয় বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। মাত্র ১৫ বছর বয়সে কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় ২২ বছর বয়সে খুলনা জেলায় দক্ষিণ দিঘিতে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে এক পরমা সুন্দরী কন্যা কে বিয়ে করে জীবনযাত্রা রচনা করেন। এর অল্প দিন পরেই জমিদারি তদারকির ধার নিয়ে তিনি কুষ্টিয়া শিলাইদহে আসেন এখানকার সবুজ শ্যামল প্রকৃতি ও মানুষের জীবনবোধ ও তার কাব্য রচনায় নতুন প্রেরণার সঞ্চার করেন। এখানকার মানুষের অকৃতিম জীবনযাত্রায় তিনি মোহিত হন এবং গল্প কবিতা রচনা করে বাংলার সাহিত্যর ভান্ডার ভরে দেন।

সাহিত্য সাধনা ও নোবেল পুরস্কার লাভ: রবীন্দ্রনাথ ছিলেন কবি, নাট্যকার, প্রবন্ধকার ছোট গল্প লেখক সংগীতকার, সুরকার, শিল্পী, সাহিত্য, সমালোচক, অভিনেতা, চিত্রশিল্পী ও শিক্ষাবিদ। সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়েছেন সেখান থেকে তিনি শোনার ফসল তুলে এনেছেন আর সকল রচনায় অতুলনীয়, ওমর এবং মূল্যবান।

গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যর কয়েকটি গীতিকবিতা ইংরেজিতে অনুবাদ করে কবি গীতাঞ্জলি নামে প্রকাশ করেন এর ফলে কবির বিপুল প্রতিভা পাশ্চাত্য জগতে ছড়িয়ে পড়ে এসব গীতিকবিতার প্রচন্ড ভাবদ্বারা আধ্যাত্মিক সুরের জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার দেওয়া হয় তার অমূল্য গ্রন্থগুলি বিভিন্ন ভাষায় অনূদিত হতে থাকে। এশিয়া ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের তার আসতে থেকে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করে জ্ঞানী গুণীদের সমাবেশে বক্তৃতা দিয়ে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধি লাভ করেন। তৎকালীন ব্রিটিশ সরকার এই বাঙালি কবি কে অত্যন্ত সম্মানসূচক 'স্যার' উপাধিতে বর্ষিত করেন। তিনি তার লেখনি মানব জীবনের সকল বিষয়ে তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে। তিনি দেশ, সমাজ রাজনীতি, প্রেম, বিরহ, ভালবাসা, আশা, ব্যর্থতা সকল বিষয় তুলে এনেছেন অত্যন্ত সফলতার সাথে।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন 

দেশপ্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর: রবীন্দ্রনাথ একজন উঁচু দলের কবি থাকার পাশাপাশি একজন বিশিষ্ট দেশ প্রেমিক ছিলেন তার লেখনীর মাঝে তিনি দেশের স্বাধীনতা আন্দোলন প্রেরণা জুগিয়েছেন। তিনি রাজনীতি থেকে সাহিত্যের প্রয়োজনে দূরে থাকলো দেশের প্রয়োজনে তিনি নির্ভয় তার অভিমত প্রচার করেছেন। তিনি 'নাইট' উপাধি বর্জন করেন দেশ প্রেমের পরিচয় দেন মাতৃভূমির মাটি তার কাছে ছিল ভালোবাসার। তার রচিত গান 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি'। বর্তমানে এই গানটি আমাদের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করেছে। 

পরলোক গমন: বাংলা ১৩৪৮ রানের ২২ শ্রাবণ ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সৃষ্টি তাকে অমর করে রেখেছে আমরা আজও অবিরাম ভাবে তার রচনা পাঠ করছি।

আরো পড়ুন : প্রতিবেদন লেখার নিয়ম ও যেভাবে প্রতিবেদন লিখবেন নমুনা উদাহরণ সহ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url