আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ
সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ। তোমরা যাঁরা বোর্ড পরীক্ষা দিবে বা স্কুল, কলেজ এর বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ। বিগত পরীক্ষায় এই ভাবসম্প্রসারণ টি কয়েকবার আসছে সাথে গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ রয়েছে এই নিম্মে ভাবসম্প্রসারণটি রয়েছে :
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ
মূলভাব : আত্মশক্তি মানুষের একটি মহৎ গুণ। আত্মশক্তির বলেই মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পেরেছে; এ শক্তিই তাকে বিজয়ের মুকুট পরিয়েছে। মানুষ শিক্ষার মাধ্যমেই আত্মশক্তিতে বলিয়ন হতে পারে।
সম্প্রসারিত ভাব : শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যকার মনুষত্ববোধ জাগানো। শিক্ষা অর্জন করলে মানুষ নিজেকে নিজে আবিষ্কার করতে পারে,চিনতে পারে। মানুষের ভেতরের সুপ্ত মেধা সৃজনশীলতা ও অন্তদৃষ্টি শিক্ষার মাধ্যমে জাগ্রত হয়। যে ব্যক্তি আত্মশক্তিতে বলিয়ন সে আত্মনির্ভরশীল স্বয়ংসম্পন্ন। কোন কাজ এসে অন্যর উপর নির্ভরশীল নয়। আমাদের জীবনে শিক্ষা একটি অপরিহার্য অঙ্গ। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে যথার্থ মানুষ করে গড়ে তোলা। এ নিরিখে শিক্ষার উদ্দেশ্য হবে মনুষত্ব সৃষ্টি করা। জীবন উপযোগী করে মানুষকে তৈরি করা। তার ভেতরকার সুকুমারবৃত্তি গুলোর বিকাশ ঘটানো। ভবিষ্যতের কর্মজীবনের প্রবেশের আগে মানুষকে যোগ্য করে গড়ে তোলা। শিক্ষার অর্থই প্রতিযোগিতা এগিয়ে থাকার মন-মানসিকতা অর্জন তথা আত্মশক্তির উন্মেষ ঘটানো। মানুষ এর আত্মশুদ্ধির বলে বলিয়ান হয়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবে। জীবনে আত্মশক্তি অর্জিত হলেই তার আত্মবিশ্বাস জন্মাবে। আর আত্মবিশ্বাসী মানুষকে সার্থকভাবে জীবনের প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে উৎসাহিত করবে। আত্মশুদ্ধির উদ্ভাবনের এ ব্যাপারটিকে আমরা জাতিগত দিক থেকেও বিবেচনা করতে পারি। যে জাতি যত বেশি অশিক্ষিত সে জাতি তত বেশি পরনির্ভরশীল, পরমুখাপেক্ষী।
উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়। আমরা জাতিগত ভাবে আত্মনির্ভরশীল নই বরং পরমুখাপেক্ষী। অন্যদিকে উন্নত বিশ্বের জাপান, আমেরিকা, ব্রিটেন আত্মনির্ভরশীল আর তার কারণ হচ্ছে তারা শিক্ষিত জাতি। শিক্ষা মানুষকে জ্ঞান-শক্তিতে বলিয়ন করে।
মন্তব্য: সমাজের প্রতিষ্টিত ব্যক্তি ছিলেন আত্মশক্তিতে ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ। আর এ মহৎ গুণ গুলো অর্জিত হয় একমাত্র বিদ্যার্জনের মাধ্যমে। শিক্ষা ছাড়া তাই কোন জাতির মুক্তি অসম্ভব।
সম্পর্কিত ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url