ভাবসম্প্রসারণ : শিক্ষাই জাতির মেরুদন্ড । Shikkha jatir merudondo
সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : শিক্ষাই জাতির মেরুদন্ড ভাবসম্প্রসারণটি বিগত দিনের পরীক্ষায় ভাবসম্প্রসারণ টি বহুবার পরীক্ষায় আসছে। তোমরা যারা জে.এস.সি ও এস.এস.সি এবং এইচ.এস.সি ব্যাচ এ পড়াশোনা করছো ভাবসম্প্রসারণ টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ এর মধ্য একটি বোর্ড পরীক্ষা ছাড়াও অর্ধবার্ষিক-বার্ষিক পরীক্ষায় আসছে। এবং সাথে আরও গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ পড়তে এখানে ক্লিক করে দেখো এবং পড়ো। নিম্মে ভাবসম্প্রসারণটি রয়েছে :
ভাবসম্প্রসারণ শিক্ষাই জাতির মেরুদন্ড । Shikkha jatir merudondo bangla
মূলভাব : শিক্ষা মানব জীবনের জন্য অপরিহার্য। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত করতে পারে না।
সম্প্রসারিত ভাব : হৃদয়বৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং বিবেক মানুষের রয়েছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব এগুলো থেকেই মানুষের নীতি জ্ঞান, পরিব্রত বোধ ইত্যাদির উৎপত্তি। সুতরাং যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যতটুক পরিপূর্ণ এবং প্রবল সে ব্যক্তি মানুষ হিসেবে ততটুকু পরিপূর্ণ এবং স্বার্থক। কিন্তু শিক্ষা ছাড়া এই গুণগুলোর বিকাশ ঘটানো কখনোই সম্ভব নয়। শিক্ষা মানুষকে আত্মবিশ্বাস ও সাহস শক্তি দেয়। শিক্ষা মনের অজ্ঞতা, কুসংস্কার ইত্যাদি দ্রবীভূত করে মনকে ঝকঝকে আয়নার মতো করে দেয়। যে আয়নায় মানুষ সত্যকে দেখতে পায়। মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে মেরুদন্ড ছাড়া যেমন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তেমন শিক্ষা ছাড়া মানুষের কোন জাতির উন্নতি আশা করা যায় না। কারণ মেরুদণ্ড না থাকলে শরীর একদলা মাংসপিণ্ড ছাড়া যেমন আর কিছুই নয়। তেমনি আধুনিক বিশ্ব শক্তি ও কর্মময় প্রভাবে প্রভাবিত। আর এই শক্তি ও কর্ম মানুষ শিক্ষার মাধ্যমে লাভ করেছে এবং জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীর অন্যান্য প্রাণীর ওপর সে রাজত্ব কায়েম করে রেখেছে। তাই ব্যক্তি জীবনে শিক্ষা হলো জীবন বিকাশের একটি অপরিহার্য শর্ত।
পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ শিক্ষার অভাব অনুভব করছে। শিক্ষার মধ্যেই মানুষের সমগ্র উন্নতিও প্রবৃদ্ধি লাভ কোন জাতি শিক্ষা ছাড়া জ্ঞান-বিজ্ঞানের শীর্ষে উঠতে পারে না। ফলে সে জাতি পরমুখাপেক্ষী হয়ে পড়ে। আর পর মুখাপেক্ষী জাতি মানেই তাকে পঙ্গু বলা চলে। কোনগুলো পঙ্গু লোক যেমন চলতে পারেনা তেমনি অশিক্ষিত জাতীয় কোনদিন পৃথিবীতে টিকে থাকতে পারে না। এসব বিবেচনায় শিক্ষার জন্য মানুষ গ্রন্থগার, বিশ্ববিদ্যালয় নির্মাণ করছে। ইউরোপ আমেরিকায় শিক্ষার জন্য সহজ উপায় নিয়ে চলছে গবেষণা। কেননা জাতির উন্নতির পূর্ব শর্ত যে শিক্ষা।বিশিষ্ট সাহিত্যিক মোতার হোসেন চৌধুরী বলেছেন, 'মানুষ জাতি হিসেবে দ্বিজ। অর্থাৎ ২ বার জন্মগ্রহণ করে। একবার মাতৃগর্ভে ও দ্বিতীয়বার সে শিক্ষার মাধ্যমে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে।
তাই শিক্ষা গ্রহণ মানুষের জন্য অপরিহার্য। অশিক্ষিত মানুষ মানেই হচ্ছে অসচেতন এবং অসম্পূর্ণ মানুষ পশু ও তার মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই। শিক্ষাই একটি জাতির আত্মপরিচয়ের বাহন। শিক্ষার মাধ্যমিক কোন জাতি নানা ধরনের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। মনীষীরা বলেছেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতি তত উন্নত।
মন্তব্য : ব্যক্তি ব্যক্তিত্ব সমাজ ও রাষ্ট্র সকল কিছুর উন্নতির মূল চাবিকাঠি হল শিক্ষা আর আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করতে হলে শিক্ষার বিকল্প নেই।
সম্পর্কিত ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url