নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও চিকিৎসা। দি ডেইলি লার্ন

নাক দিয়ে রক্ত পড়ার কারণ: যে কোনো বয়সের লোক এই ব্যধিতে আক্রান্ত হতে পারে। শিশু ও ২/৩ বছরের মেয়ে ছেলেদের মধ্যে এই রোগ কম হয়। বহুবিধ কারণে নাক দিয়ে রক্ত পড়ার কারণ রয়েছে। তবে রক্ত পড়া অল্প সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে । সাধারণত দুই একবার নাক দিয়ে রক্ত পরলে ভয় পাবার কোনো কারণ নেই। তবে , মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরলে অবশ্যই ভয়ের কারণ রয়েছে। মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরলে অবশ্যেই ডাক্তারের পরামশ নেওয়া উচিত।

স্বাস্থ্য টিপস ও ফ্রিল্যান্সিং, ইতিহাস এবং দৈনিক তথ্য জানতে পড়তে পারেন।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ

নাক দিয়ে রক্ত পড়ার কারণ:

  • নাকে বা মাথায় আঘাত লাগলে। 
  • ভাইরাস জাতীয় কোনো ইনফেকশন হলে। 
  • নাকে সিফিলিস, ডিপথেরিয়া,টিউমার, কুষ্ঠ প্রবৃত্তি রোগ হলে নাক দিয়ে রক্ত পরতে পারে।
  • রক্তে লিউকিমিয়া, এনিমিয়া, প্রবৃত্তি ব্যধি হলে। 
  • কালাজ্বর, টাইফয়েড জ্বর ইত্যাদি জ্বরের লক্ষণ হিসাবেও নাক দিয়ে রক্ত পড়ার কারণ হতে পারে। মাইটাল স্টোনোসিস রোগ হলে। 
  • উচ্চ রক্তচাপ এর লক্ষণ, মস্তিস্কে রক্তাধিক্য, যকৃতে রোগ, উপদংশ, অতিরিক্ত শ্রম বা কাশি থাকলে নাক দিয়া রক্ত পড়তে পারে। 
  • অনেক সময় সর্দি পড়া বন্ধ হলে নাক দিয়া রক্ত পড়তে পারে। 
  • বার বার কোনো কিছু দিয়া নাকে খোঁচা দিলে কিংবা খোঁচার আঘাতে লাগলে রক্ত পরতে পারে।
  • অনেক সময় রৌদ্রের মধ্যে অতিরিক্ত পরিশ্রম করার ফলে এটা হতে পারে। 
  • ছোট বাচ্চারা অনেক সময় নাকের মধ্যে কিছু ডুকিয়ে দিয়ে রাখে। রাখার ফলে
  • পরবর্তী কালে ইনফেকশন হয়ে সেখান থেকে রক্ত পড়তে পারে। 
  • নাকের পলিপ হতে অনেক সময় নাক থেকে রক্ত পরতে পারে। 
  • কাহারও কাহারও নাকের মধ্যে রক্তবাহী শিরা উপশিরা খুব বেশি থাকে , যে মানুষের মধ্যেও রক্তবাহী সিরা উপশিরা বেশি থাকে তাদের মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এটাকে আরিশ বলা হয়ে থাকে।
সম্পর্কিত আরও পড়ুন: জন্ডিস এর লক্ষণ ও জন্ডিস হলে করনীয়। 

প্রতিরোধ

  • প্রথমতঃ নাক আঙ্গুল ও অনন্য জিনিস দিয়ে খোঁটাখুঁটি করবেন না। যদি ও এটি অনেকেই করে থাকেন অনেকের নাক খোঁটাখুঁটি পছন্দ। যার ফলে অনেক সময় নাকে ঘা হয় এবং নাক দিয়ে রক্ত বের হতে পারে।
  • বার বার দুর্গন্ধযুক্ত সর্দি হলে এবং এর সঙ্গে রক্ত বের হলে। বুঝতে হবে যে বাচ্চা নিজেই নাকে কোনো কিছু প্রবেশ করিয়াছে।
  • অনেকেই ব্যক্তি রয়েছেন যারা স্ট্রোক অথবা হৃদরোগে আক্রান্ত রক্ত আপনাদের তাদের নাক দিয়ে রক্ত এলে চিকিৎসকের পরামশ গ্রহণ করুন। আপনার পূর্বের রোগের কথা বলুন আপনাকে ডাক্তার যথাযথ ব্যবস্থাপত্র দিবে। 
  • প্রায় সময়ই আমাদের নাকের ভিতরের অংশ শুকিয়ে যায় বা ময়লা জমে, কোনো জিনিস দিয়ে খোঁটাখুঁটি না করে দিনে ২-৩ বার নরসল ড্রপ তিন /চার ফোঁটা করে দুটো নাকের ছিদ্রে দিয়ে অথবা ভ্যাসেলিন ব্যবহার করতে পারেন।
  • বয়স্কদের নাকের রক্ত বের হওয়ার ক্ষেত্রে- নিয়মিত রক্তচাপ মাপুন, ঠিকমতো  নিয়মিত ওষুধ নিন। অনিয়ন্ত্রিত রক্তচাপ নাক দিয়ে রক্ত আসার একটি কারণ। তবে, যখন নাক দিয়ে রক্ত আসবে প্রথমেই ব্লাড প্রেশার চেক করুন এবং ডাক্তারেপরামর্শ গ্রহণ করুন। 

 ব্যস্থাপনা 

  • অবশ্যেই কারণ ঘটিত রোগের চিকিৎসা করতে হবে। 
  • যদি উচ্চ রক্তচাপ বা অনুরূপ কারণে হয় তাহলে কদাচ বন্ধ করা উচিত নয়। 
  • মাথায়, নাকের ভিতরে ও বাহিরে ঠান্ডা পানি দিলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হতে পারে।
  • রোগীকে শোয়াইয়া রাখতে হবে। 
  • যদি মাথায় ঠান্ডা পানি দেওয়ার পরও রক্ত পড়া না কমে তাহলে জীবাণু মুক্ত তুলে দিয়া Adrenaline (এড্রেনালিন) লাগিয়ে নাকের মধ্যে ডুকিয়ে দিয়ে রাখতে হবে।
  • যদি ৫ নং ব্যবস্থাতেও কাজ না হয়, তবে নাকের মধ্যে ধীরে ধীরে মুক্ত প্যাক করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে এইভাবে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হতে পারে। 
সম্পর্কিত আরও পড়ুন: উচ্চ রক্তচাপের লক্ষণ ও উচ্চ রক্তচাপ কমানোর উপায়।

যা যা করা উচিত নয়। 

  • মাথায় বেশি রোধ লাগানো বা বেশি পরিশ্রম করা ঠিক নয়। 
  • চা, কফি প্রবিত্তি না খাওয়া ভালো। 
  • ধুমপান করা যাবে না। 
  • লঘু বা শক্তিদায়ক খাবার এ ক্ষেত্রে বেশি উপকারী। 
  • গুরুপাক খাদ্য খাওয়া যাবে না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url