ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ভাবসম্প্রসারণ। এটি একটি গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ যা পরীক্ষায় বিভিন্ন বার বোর্ড পরীক্ষা এবং স্কুল, কলেজ এর বার্ষিক পরীক্ষায় ও এই ভাবসম্প্রসারণটি এসেছে। এই ভাবসম্প্রসারণ টি পড়ো এবং অনন্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ এখানে ক্লিক দেখতে পারো। নিম্মে এই ভাবসম্প্রসারণটি রয়েছে :
বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
মূলভাব : সকল সৃষ্টির নিজস্ব একটি পরিবেশ রয়েছে। তার নিজস্ব পরিবেশে তাকে মানানসই দেখায়। পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলে সে অপন মহিমায় হারায়।
সম্প্রসারিত ভাব : বনের প্রাণীর জন্য বনের নির্জন নির্বোধ নিভৃত পরিবেশ আর শিশুর জন্য মায়ের কোলে নিরাপদ স্থান। বনের যা কিছু জন্মগ্রহণ করে এবং বনের স্বাবাবিক পরিবেশই বিকশিত হয়। বৈরী পরিবেশে তার বিকাশ অসম্ভব। কোন প্রস্ফুটিত ফুলকে যদি ফুলদানিতে রাখা হয় তবে তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ পায়। আবার বনের চঞ্চলা হরিণকে শহরের কৃত্রিম পরিবেশে রাখলে সে-বর্ণ হরিণী স্বাভাবিক চাঞ্চল্য হারায়। কেননা, আরণ্য পরিবেশ ওই চঞ্চলা হরিণীর বিচরণ ক্ষেত্র। অনুরূপভাবে, মায়ের কোলেই তার শিশু সন্তানকে সুন্দর মানায়। সুন্দর্য মানে একটি স্বাভাবিক সমন্বয়, 'পাত্রের' সাথে তার নিজস্ব স্থানের সমন্বয়। বনের বিকট দৃশ্য বিশিষ্ট কোন প্রাণীকে নাকে দড়ি দিয়ে বেঁধে শহরে আনলে তাকে সার্কাসের উপহাম্পদ ঘটনার মতোই মনে হবে। তার চেহারা মানুষকে সুরসুরি দিয়ে হাসাবে ঠিকই কিন্তু কোন আনন্দ দেবে না। অথচ সেই জীবনটাকেই যদি তার নিজস্ব স্থানে স্বাধীন প্রকৃতির কোলে বিচরণরত অবস্থায় দেখা যায় তাহলে তার সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে।
সম্পর্কিত ভাবসম্প্রসারণ : সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
একইভাবে মানব শিশু তার মায়ের কোলে যত সুন্দর অন্য কোথাও এত সুন্দর দেখায় না।কাজেই বনের প্রাণী বনে যেমন শোভা পায় খাঁচায় তেমন শোভা পায় না অরণ্যের বন মানুষ অথবা জঙ্গিদের শহরের নাগরিক জীবনে রাখলে বেমানান দেখায়। আবার সাইবেরিয়া বসবরত মানুষ সাধারণ পরিবেশে টিকে থাকবে না আবার এখানকার মানুষ সাইবেরিয়া গেলে বাঁচবে না। তাই বলা যায় স্রষ্টাই বড় বিজ্ঞানী তিনি যেখানে যে জিনিস মানায় সে হিসেবে রেখেছেন যেখানে যা প্রয়োজন সেখানেই তা সুন্দর বা সৌন্দর্য বর্ধন করে। উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিস কেই প্রকৃতপক্ষে মানায়। তাই সোনা দোলনা নয় মায়ের কোলেই শিশুর সর্বশ্রেষ্ঠ স্থান।
মন্তব্য : জগতের সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে হলে যার যেখানে অবস্থান তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। সেখানে যার বাস সেখানেই তাকে ঠিক মানায়। সুতরাং, দেখা যাচ্ছে যে কৃত্রিমতা সৌন্দর্য হানি কর আর স্বাভাবিক পরিবেশ সৌন্দর্য বৃদ্ধির সহায়ক।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url