শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত এবং দোয়া ও আমলসমূহ

আসসামু আলাইকুম, প্রিয় পাঠক শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত এবং দোয়া ও আমলসমূহ কিভাবে করবেন সম্পূর্ণ বর্ণনা রয়েছে এখানে। শবে বরাতের আমল, শবে বরাতের নামাজের নিয়ম, শবে বরাতের নামাজের নিয়ত, শবে বরাতের নামাজের আরবি নিয়ত ও বাংলা নিয়ত, শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের রোজার ফজিলত সম্পর্কে যথার্থ বর্ণনা নিম্মে রয়েছে। 

শবে বরাতে যেই ব্যক্তি বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারে সে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে পারে। শবে বরাতের নামাজের ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যেই যত রাকআত পড়তে ইচ্ছা পড়তে পারে। এবং যে কোনো সূরা দ্বারাই এ নামাজ আদায় করা যায়।

শবে বরাতের নামাজের নিয়ম, sobe borat namajer niyom

শবে বরাতের নামাজ কত রাকাত

বুযুর্গ ও আলেম ওলামাদের মতে কমপক্ষে শবে বরাতের ১২ রাকআত নফল নামাজ করার কথা বর্ণিত রয়েছে। শবে বরাতের নামাজ দুই দুই রাকাআতের নিয়ত করে পড়াই উত্তম। শবে বরাতের নামাজ পড়ার সময় হলো এশার নামাজের ফরজ সালাত এবং সুন্নত সালাত আদায় করার পর বিতর ৩ রাকআত নামাজ বাকী রেখে কমপক্ষে শবে বরাতের ১২ রাকআত নফল নামাজ আদায় করা। তবে, আপনি চাইলে শবে বরাতের ১২ রাকআত এর বেশি নামাজ ও আদায় করতে পারেন। ১২ রাকআত এর বেশি নামাজ আদায় করা উত্তম এতে করে অধিক সওয়াব ও আল্লাহর নৈকট্য ও অতিঘনিষ্ঠতা লাভ করা যায়।

আরও পড়ুন: তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত দোয়া এবং আমলসমূহ।  

শবে বরাতের নামাজের নিয়ম

শবে বরাতের নামাজ পড়ার নিয়ম হলো দুই দুই রাকআতে নিয়ত করে নামাজ আদায় করা। উভয় রাকআতে সূরা ফাতিহার সাথে সূরা এখলাস দশবার, একুশবার, সাতাইশবার, একত্রিশবার, তেত্রিশবার, পঁঞ্চাশবার ও একশতবার পাঠ করার কথা বিভিন্ন বইয়ে উল্লেখ আছে। তবে, বুযর্গদের মতে কম পরে উত্তম। তবে, কেউ চাইলে পড়তে পারে। শবে বরাতের নামাজের এই বরকতময় রজনীতে নফল নামাজ আদায় করার পাশাপাশি অন্যান্য ইবাদত বন্দেগী করাও উত্তম। 

শবে বরাতের আমল

শবে বরাতের নামাজ আদায় করার পাশাপাশি শবে বরাতের কিছু আমল রয়েছে যেমন: পবিত্র কোরআন শরীফ তেলওয়াত করা, দোয়া-দূরদ পড়া, জিকির করা এবং তাসবীহ তাহলীল পাঠ করা ইত্যাদি। শবে বরাতের নামাজের এই বরকতময় রজনীতে এভাবেই ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করাই উত্তম।

আরও পড়ুন : ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

শবে বরাতের নামাজের নিয়ত 

শবে বরাতের নামাজের আরবি নিয়ত : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার। 

শবে বরাতের নামাজের নিয়ত 

শবে বরাতের নামাজের বাংলা নিয়ত : আমি আল্লাহর ওয়াস্তে কেবলামূখী হইয়া দুই রাকআত নফল নামাজ আদায়ের নিয়ত করিলাম আল্লাহু আকবার।

আউযু বিআফবিকা মিন ইক্বাবিকা ওয়া আউযু বিরিদ্বাকা মিন সাখাতিকা ওয়া আউযুবিকা মিনকা জাল্লা ওয়াজহিকা লা- উহছি ছানাআন আলাইকা আনতা কামা আছনাইতা আ'লা নাফসিকা। 

শবে বরাতের রোজা কয়টি

শবে বরাতের রোজা রাখা হলো সুন্নত। হাদিসে বর্ণিত রয়েছে, প্রিয় রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল ইবাদত করতেন। যেমন নফল নামাজ ও নফল রোজা রাখতেন। শাবান মাসে ১০টি, ২০টি আবার এর থেকে বেশি রোজা ও রাখতেন।

শবে বরাতের রোজার ফজিলত 

শবে বরাতের রোজা সম্পর্কে  হাদিসে ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে যে, "যে ব্যক্তি শাবান মাসের ১৪-১৫-১৬-১৭-১৮-১৯ ও ২০ তারিখের রোজা রাখবে, সে ব্যক্তিকে মহান আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।"

আরও পড়ুন: মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা।

প্রিয় পাঠক, শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত এবং দোয়া ও আমলসমূহ কিভাবে করবেন এবং কিভাবে এই গুরুতূত্বপূর্ণ ও বরকতময়  রজনীতে আমল এবং ইবাদত করবেন তার একটি সম্পূর্ণ বর্ণনা এখানে। শবে বরাতের নামাজের নিয়ত,  শবে বরাতের নামাজের নিয়ম, শবে বরাতের আমল, শবে বরাতের নামাজের আরবি নিয়ত ও বাংলা নিয়ত, শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের অন্যান্য রোজার ফজিলত সম্পর্কে তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url