চাশতের নামাজের নিয়ম ও সময় - (নিয়ত ও ফযীলত)
চাশতের নামাজের ফজিলত
রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাশত নামাযের ফযীলত বর্ণনা প্রসঙ্গে বলেছেন, আল্লাহ তাআলা মানব দেহ তিনশত ষাটটি জোড়া দিয়ে গঠন করেছেন । অতএব, মানবকুলের উচিত দৈনিক অন্তত তিনশত ষাটটি তাসবীহ দ্বারা ঐ জোড়াসমূহের সদকা আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। এ ব্যবস্থার বিকল্প হিসেবে দৈনিক চার রাকআত চাশত নামায আদায় করা যেতে পারে।
চাশতের নামাজের সময় বা ওয়াক্ত
ইশরাকের ওয়াক্ত শেষ হবার সাথে সাথে চাশত বা দোহা নামাযের ওয়াক্ত আরম্ভ হয় এবং ঠিক দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত স্থায়ী থাকে।
চাশতের নামাজের রাকআতের সংখ্যা
এই নামাযের রাকআতের সংখ্যা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কিছুটা মতভেদ আছে। মতভেদ অনুযায়ী এর নিম্ন সংখ্যা ৪ রাকআত এবং ঊর্ধ্ব সংখ্যা ১২ রাকআত।
আরো পড়ুন: ইশরাকের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত।
চাশতের নামাজের নিয়ম
এই নামায দুই দুই রাকআতের নিয়তে আদায় করতে হয়। প্রতি রাকআতে সূরা ফাতেহার সাথে একবার আয়াতুল কুরসী এবং তিনবার করে সূরা এখলাস পাঠ করলে বেশি সওয়াব পাওয়া যায়।
চাশতের নামাজের নিয়ত
আমি আল্লাহর ওয়াস্তে কেবলামূখী হইয়া দুই রাকাআত চাশতের সুন্নাত নামায আদায়ের নিয়ত করিলাম আল্লাহু আকবার।
আরো পড়ুন: নামাজের ১৩ টি ফরজসমূহ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url