ইশরাকের নামাজ পড়ার নিয়ম - নিয়ত - সময় ও ফজিলত
ইশরাক নামাযের ফযীলত
সূর্য পূর্ণরূপে উঠে যাওয়ার পরবর্তী সময়ের নাম ইশরাক। সুতরাং এই সময়কার নির্দিষ্ট নফল নামাযই ইশরাকের নামায নামে পরিচিত। এই নামাযের নিয়ম ও ফযীলত সম্পর্কে বর্ণিত আছে, এ নামায আদায়কারীকে পুরস্কারস্বরূপ মহান আল্লাহ তাআলা একটি হজ্জ ও একটি ওমরাহ করার সওয়াব দান করেন । ইহা ছাড়া ঐদিন সন্ধ্যা পর্যন্ত ঐ ব্যক্তি যা কামনা-বাসনা করে, মহান আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন এবং বেহেশতে তার জন্য ৭০টি অট্টালিকা নির্মাণ করিয়ে রাখেন।
আরো পড়ুন: জুমার দিনের বিশেষ আমল ও ফজিলত।
ফজরের নামাযের পরে সেই বৈঠকেই কিবলামুখী হয়ে বসে দোয়া দরূদ, তাসবীহ তাহলীল এবং কোরআন পাক তেলাওয়াত করে এশরাকের ওয়াক্ত হলে এ নামায আদায় করতে হয়। এশরাকের নিয়ম হল, ফজরের নামায আদায়ের পর জায়নামাযের ওপরই বসে থাকবে এবং বসে থেকে দুরূদ, কলেমা, কোরআন তেলাওয়াত বা অন্য কোন তাসবীহ অথবা ওযীফা পড়তে থাকবে । দুনিয়াদারী কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকবে। এ নামাযে এক হজ্জ, এক ওমরার ছাওয়াব পাওয়া যায়। যদি কোন ব্যক্তি, ফজরের নামাযের পর দুনিয়ার আবশ্যকীয় কর্মে লিপ্ত হয় এবং সূর্যোদয়ের পর এশরাক আদায় করে, তাও দুরস্ত আছে কিন্তু নেকী কিছুটাকম লাভ হবে।
আরো পড়ুন: জুমার দিনের ১৫ টি সুন্নত।
ইশরাক নামাযের সময় বা ওয়াক্ত
সূর্য উদয় হয়ে আনুমানিক ১২ হাত পরিমাণ উপরে উঠলেই ইশরাকের ওয়াক্ত শুরু হয় । এই নামাযের ওয়াক্ত দুই ঘন্টা/সোয়া দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে।
ইশরাক নামাযের রাকাআতের সংখ্যা
ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেন, ইশরাকের নামায মাত্র দুই রাকআত। কারও কারও মতে দুই দুই রাকআতের নিয়তে চার রাকআত।
ইশরাকের নামাজ পড়ার নিয়ম
এ নামায দুই দুই রাকআতের নিয়তে আদায় করতে হয় । যে কোন সূরা দ্বারা এ নামায আদায় করা যায় । তবে প্রতি রাকআতে তিনবার সূরা এখলাস পাঠ করলে সওয়াব বেশী হয়।
আরো পড়ুন: সালাতের দৈহিক ও মানসিক উপকারিতা।
ইশরাকের নামাযের নিয়ত
ইশরাকের নামাজ পড়ার আরবি নিয়ত : নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ইশরাকি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ইশরাকের নামাজ পড়ার বাংলা নিয়ত : আমি আল্লাহর ওয়াস্তে কেবলামূখী হইয়া দুই রাকাআত ইশরাকের সুন্নাত নামায আদায়ের নিয়ত করিলাম। আল্লাহু আকবার।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url