রক্তে চর্বি কমানোর ৫ টি উপায় - দৈনিক শিক্ষা ডটকম
রক্তে চর্বি কমানোর উপায়
রক্তে চর্বি বেড়ে গেলে তা ধমনিতে জমা হয়ে রক্ত চলাচলে বাধা দেয়। আর এ থেকেই হৃদরোগ, মস্তিস্কে রক্তক্ষরণ বা স্ট্রোক ইত্যাদির উৎপত্তি হয়। তাই রক্তে চর্বি বা কোলেস্টেরল যাতে বেড়ে না যায়, সে বিষয়ে আজকাল অনেকেই সচেতন। চর্বি নিয়ন্ত্রণে রাখতে কেউ বলেন রসুন চিবিয়ে খান, কেউ বলে অলিভ তেলে রান্না করেন। আসল কথা হলো, চর্বি যাতে না বাড়ে সে জন্য কিছু খাবার একেবারেই বাদ দিতে হবে, কিছু খাবার খেতে হবে কম।
১. সম্পৃক্ত চর্বি যত কম খাওয়া যায়, ততই ভালো। গরু বা খাসির মাংস এবং ঘি-মাখনে যে চর্বি থাকে, সেটাই সম্পৃক্ত চর্বি এগুলো বর্জন করুন। আর উপকারী অসমপৃক্ত চর্বি আছে মাছের তেল, বাদাম ও বীজ জাতীয় খাবারে। ট্রান্সফ্যাটও কম খেতে হবে। বেকারি খাবার ও ফাস্ট ফুডে তেল উচ্চতাপে আংশিক হাইড্রোজেনেটেড হয়ে ক্ষতিকর ট্রান্সফ্যাটে পরিণত হয়।
আরো পড়ুন: রক্তের উচ্চচাপের কারণে হার্টের অসুখ।
২. আঁশযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাবেন। যেমন: যব, ভুট্টা, লাল আটার রুটি, ফলমূল, শাক-সবজি। এগুলো রক্তে চর্বি কমাতে সাহায্য করবে।
৩. উদ্ভিজ্জ স্টেরল ও স্টেনল উপাদান রক্তে চর্বি কমাতে সাহায্য করে। ফলের রস, টক দই, তাজা শাক-সবজিতে পাওয়া যাবে এই উপাদান।
৪. নিজের জন্য জুতসই খাদ্যতালিকা নিজেই বানিয়ে নিতে পারেন। অন্যের ডায়েট চার্ট অনুসরণ করে লাভ হয় না । কঠোর খাদ্যতালিকার চেয়ে দৈনন্দিন খাদ্যাভ্যাসে ওপরের নির্দেশনা অনুযায়ী কিছু পরিবর্তন আনলেই উপকার মেলে।
৫. তারপরও রক্তে চর্বি বেড়ে গেলে এবং আপনার হৃদরোগের অন্যান্য ঝুঁকি থাকল চিকিৎসকের পরামর্শ চবি কমানোর ওষুধ সেবন করাই ভালো।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url