বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে আলোচনা কর।

বাংলার উৎপত্তি সম্পর্কে লিখ। বা, বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে আলোচনা কর। 

ভূমিকা: গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় অবস্থিত বাংলাদেশ বিশ্বের এক অতি সমৃদ্ধ বদ্বীপ। যুগে যুগে এদেশ বিদেশীদের আকর্ষণ করেছে। প্রাচীনযুগে আর্যদের, মধ্যযুগে তুর্কী ও মোঘলদের এবং গৌড়দের। বাংলার এই সমৃদ্ধি ও প্রাচুর্যের ফলে এখানে প্রাচীনকালে গড়ে উঠেছে এক দুঃসাহসী মানবগোষ্ঠী, গ্রীক ঐতিহাসিকগণ যাদের গঙ্গারিডি বলে অভিহিত করেছেন।

বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে আলোচনা কর

বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে আলোচনা কর। 

বাংলা নামের উৎপত্তি সম্পর্কে গ্রীক মনীষীগণ বলেছেনঃ 

১. গ্রীক ইতিহাসবিদ টলেমি বলেছেন, All the country about the mouths of the ganges is occupied by the gongaridi. 

২. গ্রীক ইতিহাসবিদ প্রিনিও বলেছেন, The final part of the course of ganges is through the country of the gongaridi. (History of Bengal. vol.1.DU) 

টলেমি এবং প্লিনি প্রাচীন বাঙলার অধিবাসীদের গঙ্গারিডি জাতি বলে অভিহিত করেছেন। কেননা গঙ্গা নদীর অববাহিকায় এ জাতি বাস করে। একইভাবে সিন্ধু নদীর অববাহিকায় যারা বাস করে তাদের গ্রীকরা হিন্দু বলে অভিহিত করেন।

আরো পড়ুন: ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর। 

আলেকজান্ডারের ভারত আক্রমনকালেও বাংলার গাঙ্গেয় উপত্যকায় গঙ্গারিডি নামে এক শক্তিশালী জাতিগোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়। এরূপ তথ্যের ভিত্তিতে গঙ্গারিডিকে বাঙ্গালি জাতি বলে আখ্যায়িত করা যায়। মৌর্য ও গুপ্ত যুগে বাঙ্গালি জাতির একটি বিতর্কিত রূপ ছিল। পাল ও সেন যুগে বাঙ্গালির সত্ত্বা সম্পূর্ণ স্বতন্ত্র রূপে বিকাশ লাভ করে। 

প্রাচীনকালে অনেকগুলো জনপদ নিয়ে বাংলা ভাষাভাষী এই দেশ গঠিত হয়েছিল। জনপদগুলো হলো গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, বঙ্গ, সমতট এবং হরিকেল। ভাগরণী এবং হুগলী নদী বঙ্গোপসাগরে পতিত হতে গিয়ে রাঢ় এবং বঙ্গের মধ্যে একটি সুস্পষ্ট সীমারেখা তৈরি করে। 

আরো পড়ুন: বাঙালি একটি সংকর জাতি-ব্যাখ্যা কর

প্রাচীন জনপদ বঙ্গ থেকে বাঙলা নামের উৎপত্তি হয়েছে। ক্রমান্বয়ে পুন্ড্র, গৌড় এবং বঙ্গ এই তিনটি জনপদ মিলে বাংলার সীমারেখা তৈরি করে। সর্বপ্রথম শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৫২ সালে সবগুলো জনপদকে একত্রিত করে বাংলাকে একটি একক রাষ্ট্রে পরিণত করেন। এরপর কালক্রমে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা একসময় বর্তমান রূপ লাভ করে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, 'বঙ্গাল' বা 'বঙ্গালা' নামটি ব্রিটিশদের দু'শ বছরের শাসনামলে হয়ে যায় বেঙ্গল (Bengal), পাকিস্তান আমলে পূর্ব বাংলা (East Bengal) এবং স্বাধীনতার পর হয় বাংলাদেশ (Bangladesh)। যাকে এভাবে বলা যায় বঙ্গ-বঙ্গালা-বাঙালা-বেঙ্গল-পূর্ব বাংলা-বাংলাদেশ।

আরো পড়ুন: প্রাচীন বাংলার দুটি জনপদের সংক্ষিপ্ত পরিচয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url