মাউন্টব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার বিষয় কি ছিল
মাউন্টব্যাটেন পরিকল্পনা, ১৯৪৭ বলতে কি বুঝন Mountbatten Plan, 1947 (ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ১৯৪৭ সালের ২২ মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতের ভাইসরয় হয়ে আসেন। উল্লেখ্য, মাউন্টব্যাটেন ছিলেন অবিভক্ত ভারতের শেষ গভর্নর জেনারেল। তিনি ব্রিটিশ ভারতের রাজনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তরের নীতিমালা তৈরির উদ্যোগ নেন এবং সে অনুযায়ী ১৯৪৭ সালের ৩ জুন একটি পরিকল্পনা ব্রিটিশ সরকারের নিকট পেশ করেন। তার এই পরিকল্পনা 'মাউন্টব্যাটেন পরিকল্পনা' বা '৩ জুন পরিকল্পনা' নামে খ্যাত। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী বাংলা ও বিভক্ত করা হয়।
মাউন্টব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার বিষয় কি ছিল
ভারতের মুসলিম লীগ ও কংগ্রেস উভয় দলই মাউন্টব্যাটেন পরিকল্পনাকে মেনে নেয়। এই পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো ছিল নিম্নরূপ:
১. ভারতের ভবিষ্যদ্র সংবিধান প্রণয়ন: এই পরিকল্পনায় ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের দায়িত্ব ১৯৪৬ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত গণপরিষদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়। তবে বলা হয় এই গণপরিষদ কর্তৃক প্রণীত শাসনতন্ত্র সেসব এলাকায় প্রযোজ্য হবে না যেসব এলাকায় তা গ্রহণ করতে প্রস্তুত থাকবে না।
২. পৃথক গণপরিষদ গঠন: এই প্রস্তাবে বলা হয়, যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা গণপরিষদে অংশগ্রহণ করবে না তারা নিজেদের জন্য একটি পৃথক গণপরিষদ আহ্বান করবে।
আরো পড়ুন: ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা কর।
৩. বাংলা ও পাঞ্জাবের বিভক্তি: মাউন্টব্যাটেন তার পরিকল্পনায় বাংলা ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদকে দুটি অংশে বিভক্ত করার কথা বলেন। এই দুই অংশের অর্থাৎ বাংলা ও পাঞ্জাবের আইন পরিষদের সদস্যগণ পৃথকভাবে মিলিত হয়ে সংশ্লিষ্ট প্রদেশকে বিভক্ত করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
৪. বাংলা বিভাগ ও আসামসংক্রান্ত নীতি: মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়, বাংলা বিভাগের সিদ্ধান্ত গৃহীত হলে আসামের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা সিলেট বাংলা অংশের সাথে যুক্ত হবে কিনা তা গণভোটের মাধ্যমে স্থির হবে।
৫. সীমানা কমিশন গঠন: এই পরিকল্পনায়, পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা এবং পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন গঠন করার কথা বলা হয়।
আরো পড়ুন: ৬ দফা গুলো কি কি ও ৬ দফা আন্দোলন।
৬. ডোমিনিয়নের মর্যাদায় পাকিস্তান ও ভারত রাষ্ট্র গঠন: এই প্রস্তাবে ভারতবর্ষকে বিভক্ত করে পাকিস্তান ও ভারত নামে ডোমিনিয়নের মর্যাদাসম্পন্ন দুটি পৃথক রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় এবং বলা হয় উভয় ডোমিনিয়নের মধ্যে ক্ষমতা হস্তান্তরের জন্য ভারত স্বাধীনতা বিল নামে একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url