পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ | দি ডেইলি লার্ন

বর্তমান সময়ের একটি বহুল আলোচিত বিষয় পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কিভাবে লিখবেন নবম-দশম শ্ৰেণী অথবা একাদশ-দ্বাদশ শ্ৰেণীর জন্য নিচে পড়ুন।

পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ 

আরিফ: আজ কলেজে অনুপস্থিত ছিলি ? কি হয়েছে তোর ?

ফাহমিদা: না বন্ধু তেমন কিছু হয়নি। একটু অসুস্থ জ্বর সর্দি সাথে মাথা ব্যাথা করছিল তাই কলেজে উপস্থিত হতে পারিনি। আচ্ছা যাইহোক, আজ ক্লাসে স্যার কি কি পড়িয়েছিলেন? 

আরিফ: আজকে ক্লাসে স্যার একটি গুরুত্পূর্ণ টপিক আলোচনা করেছেন।  বাংলা ক্লাসে স্যার পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন। স্যার বললেন সাম্প্রতিক গুলো আমাদের অবশ্যেই জানতে হবে এবং সাম্প্রতিক এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকতে পারে।

ফাহমিদা: ওহ আচ্ছা তাই নাকি?

আরও পড়ুন: আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও ১০ সেরা আমন্ত্রণ পত্র। 

আরিফ: হ্যা, সত্যিই পদ্মা সেতু বর্তমানের একটি বহুল আলোচিত বিষয়। এই প্রকল্প টি বাস্তবায়ন আমাদের দেশের জন্য অনেক গর্বের এবং অহংকারের।

ফাহমিদা: সত্যিই, পদ্মা সেতু নির্মাণের ফলে আমাদের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের দাবি ও আমাদের দেশের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবেরূপ নিয়েছে। 

আরিফ: শুধু তাই নয়। পদ্মা সেতুর মাধ্যমে আমাদের দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রায় রূপ নিয়েছে। পদ্মা সেতু উদ্বোধন এবং দেশীয় অর্থায়নে বড় অবকাঠামো নির্মাণ আমাদের দেশে এই প্রথম। যা আমাদের দেশের প্রত্যেক টি নাগরিকের জন্য পদ্মা সেতু গর্বের ও আনন্দের। 

ফাহমিদা: বন্ধু , তুমি আরও জানলে অবাক হবে যে পদ্মা আমাদের দেশের দক্ষিণও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ টি বড় জেলাকে সড়ক পথে সংযোগ করেছে। পদ্মা সেতু শুধু মাত্র আমাদের দেশের অবকাঠামোই নয়। প্রথমবারের মতো বিদেশী অর্থায়ন ছাড়া আমাদের দেশের অর্থায়নে তৈরী একটি 'মেগা' প্রকল্প। কংক্রিট ও ইস্পাতের কাঠামোয় তৈরি হয়ে থেমে থাকেনি আমাদের এই গর্বের পদ্মা সেতু করেছে সামাজিক ও অর্থনৈতিক মেলবন্ধন ও উন্নতির  অবসান।

আরিফ: হ্যা বন্ধু ঠিক বলেছিস। স্যার আমাদের ক্লাসে পদ্মা সেতু সম্পর্কে অনেক কিছু বলেছেন। যা তোমার ও জানা উচিত তুমি জানলে অবাক হবে পদ্মা সেতু নির্মাণের জন্য ব্যায় ধরা হয়েছিল ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। সেতুটি দ্বিতল এবং কংক্রিট ও ইস্পাতের কাঠামোয় তৈরি। সেতু টিতে যানবাহনের পাশাপাশি নিচে রেলপথ রয়েছে যা সত্যিই অসাধারণ। পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য ৬ দশমিক15 কি. মি. এবং পদ্মা সেতুর সড়কপথ ৪ লেনের তৈরী এবং সাথে ২২ মিটার চওড়া। 

ফাহমিদা: সংবাদ মাধ্যম এবং জাতীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কয়েকটি পত্রিকায় দেখলাম যে আমাদের এই পদ্মা সেতু এক বিরাট মাইলফলক হবে। আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এর ফলে বছরে জিডিপি ১.২% হারে বৃদ্ধি পাবে এবং সাথে ১% হারে দেশের দারিদ্রতা কমবে।

আরিফ: হ্যা। স্যার আমাদের ও এসব বলেছেন। স্যার আমাদের আরো বলেছেন এই গর্বের পদ্মা সেতু নাকি পর্যটন শিল্পের ক্ষেত্রে ও নাকি ভালো সম্বাবনার দুয়ার খুলে দিয়েছে পর্যটন শিল্প ও আমাদের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে আশা করছে।

ফাহমিদা: হ্যা। কিছুদিন আগেই শুনলাম পদ্মা সেতুর কাজ প্রায় শেষ। সামনের সপ্তাহে নাকি উদ্বোধন করা হবে। সংবাদ মাধ্যমে দেখলাম দেশের সবাই নাকি অধীর আগ্রহ নিয়ে আছে সবাই সেতু দেখতে যাবে। চল, না হয় সামনের সপ্তাহে আমরাও সেতু দেখে আসি।

আরিফ: ঠিক আছে। চল, সামনের সপ্তাহে শুক্রবারের ছুটিতে আমরা পদ্মা সেতু দেখতে সেখানে যাব। 

ফাহমিদা: তোমার কাছ থেকে আজকের ক্লাসের বিস্তারিত ও জানতে পেরে ভালো লাগছে। 

আরিফ: তোমার কাছ থেকেও পদ্মা সেতু সম্পর্কে আরো জানতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে। যা আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে চিরদিন বিস্ময় হয়ে থাকবে।

পদ্মা সেতু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপে আরও পড়ুন: বঙ্গবন্ধুর জীবনী বাংলা রচনা। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url