ভাবসম্প্রসারণ : পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি | Porisrom souvagger prosuti
ভাবসম্প্রসারণ: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ টি জেএসসি ও এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষাথীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ভাবসম্প্রসারণটি বিগত দিনেও বার্ষিক পরীক্ষায় অনেক বার আসছে এবং এটি বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে। যাইহোক, তোমাদের জন্য নিম্মে এ ভাবসম্প্রসারণ টি রয়েছে :
সম্পর্কিত আরও শ্রমের মর্যাদা রচনা অষ্টম, এসএসসি এবং এইচএসসি।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ
সম্প্রসারিত ভাব : মানুষকে বেঁচে থাকার জন্য পরিশ্রম করতে হয়। মারাময় সুন্দর পৃথিবীতে মানুষের চাহিদার শেষ নেই। চাহিদা আছে তাই তাকে কাজ করতে হয়। বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন। অর্থ উপার্জন করতে হলে চাই নিরলস পরিশ্রম। পরিশ্রমিক সৌভাগ্যের বর পুত্র হয়ে আমাদের সব চাহিদা মিটিয়ে দেয়। জীবন-সংগ্রামে প্রতিষ্ঠা পেতে পরিশ্রম দরকার। অলস ব্যক্তিরা কখনো পরিশ্রম করতে পারেনা। তাই তাদের ভাগ্য দেবতার সাথে দেখা হয় না। জীবন পুষ্পসজ্জা নয় আবার সংসার ফুলে-ফলে শোভিতও নয়। পরিশ্রম করে তা অর্জন করতে হয়। খ্যাতি, অর্থ, ফল, প্রতিপত্তি, সুনাম মর্যাদা পেতে হলে পরিশ্রমের দরকার। তা না হলে কোন কিছুই লাভ করা যায় না। পৃথিবীতে অনেক মনীষী আছেন যারা গরীব ঘর থেকে পরিশ্রম দিয়ে অনেক বড় মর্যাদা লাভ করেছেন। তার মূলে রয়েছে কঠোর পরিশ্রম।
সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি রচনা: বাংলাদেশের পর্যটন শিল্প
পরিশ্রম দ্বারা চীন, জাপান, আমেরিকা, প্রবৃত্তি দেশ বিশ্বের মানচিত্রে শক্তিশালী উন্নত দেশ হিসেবে স্থান করে নিয়েছে। তাছাড়া ভিয়েতনাম আমাদের পরে স্বাধীনতা লাভ করে তারা উন্নতি লাভ করেছে। ছোট প্রাণী পিঁপড়াও সারা বছরের খাদ্যর জন্য পরিশ্রম করে। মৌমাছি পরিশ্রম করে তার নিজের জন্য। সাধনায় সিদ্ধি লাভের অপর নাম সৌভাগ্য অর্জন করা। শ্রমবিমুখ মানুষের পক্ষে সেটা অর্জন করা অসম্ভব। এজন্য শ্রমবিমুখ মানুষ সৃষ্টিকর্তার কাছেও মূল্যহীন। এই শ্রেণীর মানুষকে আত্মশক্তিতে বলিয়ন হয়ে সমৃদ্ধি অর্জনের জন্য পবিত্র ধর্মগ্রন্থেও বারংবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাদে আছে যে অনাকাঙ্ক্ষিত বস্তু পেতে হলে নিরলস ভাবে পরিশ্রম করতে হবে। ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন উভয় ক্ষেত্রেই কথাটির সমভাবে প্রযোজ্য।
মন্তব্য : যুগে যুগে যে জাতি যত পরিশ্রমী ছিল তারাই সৌভাগ্যর মুকুট মাথায় পড়ে সমগ্র বিশ্বকে সুন্দরভাবে শাসন করেছে তাই আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। কঠোর পরিশ্রমী হতে পারলেই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কথাটি আমাদের হবে।
সর্বশেষ কথা : প্রিয় শিক্ষার্থীরা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ টি পরীক্ষায় আসার মতো এবং অনেকবার এই পরীক্ষায় আসছে এই ভাবসম্প্রসারণ। সুতারাং ভাবসম্প্রসারণ অবশ্যই পড়বে কয়েকবার। এবং তোমার অন্য কোনো মন্তব্য জানাতে পারো নিচে কমেন্ট এর মাধ্যমে।
Related English Composition: Food adulteration For SSC & HSC
porisrom souvagger prosuti
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url