পুষ্প আপনার জন্য ফোটে না ভাবসম্প্রসারণ

সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : পুষ্প আপনার জন্য ফোটে না ভাবসম্প্রসারণ টি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ। বিগত পরীক্ষায় উক্ত ভাবসম্প্রসারণটি বহুবার বোর্ড পরীক্ষায় এবং বার্ষিক পরীক্ষায় আসছে সাথে অনন্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ গুলোও দেখতে এখানে ক্লিক করতে পারো। নিম্মে ভাবসম্প্রসারণটি রয়েছে :

পুষ্প আপনার জন্য ফোটে না

পুষ্প আপনার জন্য ফোটে না ভাব সম্প্রসারণ

ভূমিকা : এ কথা সত্য যে, স্রষ্টার কল্পনার রাজ্যের সুন্দরতম সৃষ্টি অপরূপ সুন্দর এ পৃথিবী। 

কর্ম সম্পাদনের জন্য প্রকৃতির প্রতিটি উপাদানের জন্য আছে নিজস্ব কর্মপদ্ধতি। এসব কর্মপদ্ধতির মধ্যে ও ভেতরেও নিহিত আছে স্বার্থপরতার বিরুধে সেবার ও ত্যাগের উজ্জ্বল এবং অনন্য দৃষ্টান্ত।

সম্প্রসারিত ভাব : পুস্প শুধু বীজের উত্তরাধিকার নয়। মিষ্টি সুরভিতে সে সবাইকে মুগ্ধ করে। এমন কি, যেই ব্যক্তি স্বেচ্ছায় ফুলের সুবাস গ্রহণ করে না -বাতাসের মাধ্যমে ফুল তার সুবাস সে ব্যক্তির নিকটও পৌঁছে দেয়। সুতারং, দেখা যায়, ফুল তার সুবাস কখনো নিজের মধ্যে আটকে রাখে না। ফুলের আদর্শ গ্রহণ করে মানুষও যদি তার সর্বস্ব অপরের কল্যাণের জন্য উৎসর্গ করে তবেই তার জীবন হয় সুন্দর, সার্থক। প্রতিটি সৃষ্টির রয়েছে বহুমাত্রিক ব্যবহার। যেমন ফুল ফোটা একটি সাধারণ ব্যাপার। কিন্তু এ ফুল সৌরভ ও শোভা বর্ধন করে ও ঘর-বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। সর্বোপরি অনেকে আবার মনের মানুষের জন্য ফুল পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করে। ফুল মানুষের চোখ ও মনকে ও অনেক আনন্দ দেয়। হৃদয়কে করে আন্দোলিত। মৌমাছি,প্রজাপতি, ভ্রমণকে দে মধু। যা পরবর্তীতে কাজে লাগে মানুষেরই। এসব বিবেচনায় প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে মানুষের কৰ্তব্য ফুলের মতো মানুষের কল্যানে সুন্দর ভাবে নিজেকে বহুমাত্রিক কর্মময় করে তোলা। কখনো নিজের স্বার্থ ভেবে নয়, অপরের কল্যাণ ভেবে এটা করতে হবে। 

সম্পর্কিত ভাবসম্প্রসারণ : স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 

যুগে যুগে মহাপুরুষরা তাদের কর্মের মধ্য দিয়ে আত্মত্যাগ করেছেন। দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করেছেন। তারা সবসময় মঙ্গলময় সুন্দর পৃথিবীর চিন্তা করেছেন। হযরত মুহাম্মাদ (সা), দানবীর হাজী মুহাম্মদ মুহসীন, মাদার তেরেসা জীবনের বহুমুখী কর্মের দ্বারা সমগ্র মানবতার সেবা করেছেন। তাদের মতো প্রতিটি মানুষের উচিত নিজের মধ্য ত্যাগের মানসিকতা সৃষ্টি করা। কারণ যে মানুষ চরম ভাবে আত্মসুখে নিমগ্ন প্রকৃত অর্থে তার জীবন ব্যর্থ। পক্ষান্তরে, যার হৃদয় অপরের জন্য কাঁধে সেই সার্থক। এক কথায় এ জীবন কেবল নিজের ভোগের জন্য নয়, অপরের জন্য উৎসর্গিত। 

মন্তব্য : অপরের জন্য নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে পারলেই জীবন সার্থক ও অর্থবহ হয়। আর সকলের মধ্যে এ মানসিকতা থাকা উচিত।

পুষ্প আপনার জন্য ফোটে না ভাব সম্প্রসারণ

আমাদের কথা, সুপ্রিয় শিক্ষার্থীরা অনন্য ভাবসম্প্রসারণ এর তোমরা যারা পরীক্ষাথী রয়েছে তোমাদের জন্য এটি ও একটি গুরুত্বপূর্ণ ভাবসম্পসারণ। ভাবসম্প্রসারণ অথবা অন্য কোনো ভাবসম্প্রসারণ নিয়ে তোমাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।

সম্পর্কিত ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নেই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url