ভাবসম্প্রসারণ: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণটি বিগত দিনের পরীক্ষায় এই ভাবসম্প্রসারণ টি পরীক্ষায় আসছে। তোমরা জে.এস.সি ও এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার্থীরা অবশ্যই ভাবসম্প্রসারণ টি পড়বে এটি বোর্ড পরীক্ষা ছাড়াও বার্ষিক পরীক্ষায় আসে। এবং সাথে আরও এমন গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ এখানে ক্লিক করে দেখো এবং পড়ো। নিম্মে ভাবসম্প্রসারণটি রয়েছে :
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ভাবসম্প্রসারণ
ভূমিকা : এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। এ স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তার চেয়ে আরো কঠিন তাকে যথাযথ মূল্য দিয়ে সঠিকভাবে রক্ষা করা।
সম্প্রসারিত ভাব : স্ব-অধীনতা = স্বাধীনতা, অর্থাৎ নিজের অধীনতা। অন্য কারো মুখাপেক্ষী না হওয়া, অন্যের অধিকার বা শাসনের বাইরে থাকার নাম স্বাধীনতা। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। বরং স্বাধীনতা গূঢ় অর্থ হলো আত্মনিয়ন্ত্রিত অধিকার। কিন্তু , এ স্বাধীনতা অর্জন করা সহজসাধ্য ব্যাপার নয়। অসম, সাহস, ত্যাগ, তিতিক্ষা এবং বহু প্র্রানের আত্ম বিসর্জনের মধ্য দিয়ে এ স্বাধীনতা অর্জিত হয়। মীর মোশারফ হোসেনের ভাষায় : রাজার অভাব হইলে রাজা পাওয়া যায়,কিন্তু স্বাধীনতা একবার বঞ্চিত হইলে সহজে সেই মহামনির মুখ আর দেখা যায় না।' 'স্বাধীনতা' মানুষের হৃদয়ের কাঙ্কিত শব্দ। তবে এ স্বাধীনতা অর্জন করা কত কঠিন, কত বেদনাদায়ক, কত মূল্যে কিনতে তা পরাধীন জাতি মাত্রেই জানে।আমরা একসময় পরাধীন ছিলাম। আমাদের বহু ত্যাগ তিতিক্ষা রক্তের এবং অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি এ স্বাধীনতা। কষ্টার্জিত এই স্বাধীনতা কেবল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তার যথার্থ রূপ পত্যক্ষ করা যায় না। স্বাধীনতাকে মর্যাদাশীল করে রাখতে হবে। আর মর্যাদাশীল করে রাখার কাজটি সবচেয়ে দুরুহ এবং গুরুত্বপূর্ণ।
সম্পর্কিত ভাবসম্প্রসারণ : পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
এসব বিবেচনায় অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে চাই সঠিক নেতৃত্ব। অর্থনৈতিক মুক্তির স্বাধীনতাই আমাদের কাম্য। তা না হলে জাতীয় জীবনে উন্নতি ও প্রগতি হবে না। স্বাধীনতা অর্থবহ হবে না। তাই আমাদের দরকার দায়িত্ব ও কর্তব্যর সাথে মাঠে, ক্ষেতে,খামারে কল-কারখানায় কাজ করা। তাহলে দেশে আর্থিক ও আত্নিক দিক থেকে ও উন্নত ও মননশীল জাগ্রত জনতার সৃষ্টি হবে। তখন স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে না। তা না হলে পরমুখাপেক্ষী জাতি হিসেবে কেবল ভৈগোলিক ও পতাকার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকা দুরুহ হবে। সুতারং স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য বলিষ্ট, সৎ নেতৃত্ব ও জনগণের আন্তরিক প্রচেষ্টা দরকার। দরকার দেশপ্রেমিক নেতা ও জনগণ।
মন্তব্য : স্বাধীনতা কেবল অর্জন করলেই হবে না। তাকে সঠিক ভাবে রক্ষা ও ভোগ করতে হবে। তাহলেই স্বাধীনতা সার্থক এবং অর্থবহ হবে।
সম্পর্কিত ভাবসম্পসারণ: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url