স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ

সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাবসম্প্রসারণ : স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ ভাবসম্প্রসারণ। গুরুত্বপূর্ণ একটি ভাবসম্প্রসারণ যদিও বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে তবে কিছুটা হলেও ভাবসম্প্রসারণটি গুরুতূপূর্ণ তবে তোমরা যারা বোর্ড পরীক্ষা ছাড়া বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে তারই এই ভাবসম্প্রসারণটি অবশ্যই পড়ো। তোমরা এই ভাবসম্প্রসারণ এর পাশাপাশি অনন্য গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় আসার মতো এমন ভাবসম্প্রসারণ গুলো পড়তে ক্লিক করো দেখতে পারো এবং গুরুত্বপূর্ণ রচনা পড়তে পারো। নিম্মে এই ভাবসম্প্রসারণটি রয়েছে:

স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ

স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ

ভূমিকা: স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন অথবা দেশপ্রেম ঈমানের অঙ্গ সকলের উচিত নিজ দেশের সেবা করা। নিজ দেশের প্রতি ভালোবাসা উজাড় করে দেওয়া। 

সম্প্রসারিত ভাব: দেশ প্রেম মানব জীবনের অপরিহার্য অঙ্গ। যে দেশে তার জন্ম, সে দেশের প্রতি, সে দেশের মানুষের প্রতি কর্তব্য সম্পাদনের মাধ্যমেই তার মানব জীবন সার্থক হয়। দেশপ্রেম মানুষের প্রবৃত্তি। মাতা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রভাব প্রতিটি মানুষের দেহে , মনে, প্রাণে বিদ্যমান। স্বদেশের প্রতি মানুষের ভালোবাসা, গভীর অনুভূতি ও মমত্ববোধই হচ্ছে দেশপ্রেম। তাই মানব জীবনের অমূল্য সম্পদ। কবির ভাষায় মিছা মনি মুক্তাহেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন আর নাই আর। মা, মাতৃভাষা ও মাতৃভূমির মধ্য কোন পার্থক্য নেই। দেশপ্রেমিক গুণীজন ব্যক্তিরা মাতৃভূমিকে স্বর্গের চেয়ে বড় বলে অভিমত ব্যক্ত করেছেন। পবিত্র হাদীস শরীফে দেশপ্রেমকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। একজন দেশপ্রেমিক নিজের জীবনের বিনিময়েও দেশের ইজ্জত রক্ষায় সবসময় প্রস্তুত থাকে। একজন জন্মভূমির পাহারায় রথ সৈনিকের সম্মান ইবাদতরত ধার্মিকের সমান বলে হয়ে থাকে।

মানুষকে সুখে-স্বাচ্ছন্দ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে সর্বপ্রথম দরকার একটি নিরাপদ আবাসভূমি। নিরাপদ ও স্বাধীন জীবন যাপনের সুযোগ না ঘটলে তার মানবিক গুণাবলীর প্রকাশ ঘটে না। একটি পরাধীন দেশ পরাধীনতারই প্রতীক। কিন্তু প্রতিটি মানুষই স্বাধীনতা সুখ ভোগ করতে চায়। কিন্তু যদি কোন ব্যক্তি তা না বুঝে থাকে অর্থাৎ স্বাধীনতা ও পরাধীনতার তাৎপর্য কিংবা তফাৎটা কেবল বুঝে থাকে তবে সে অধম ছাড়া আর কিছু নয়। দেশের মঙ্গলে সে ব্যক্তি যদি বাদ  সাধে অকল্যাণকর্মে ব্রতী হয় তবে বুঝতে হবে সে মানুষ নামের কলঙ্কস্বরূপ- সে পশুতুল্য। সমাজের কোথাও সে শ্রদ্ধা-ভালোবাসা বা করুণার আশা করতে পারে না। সে কেবল বিশ্বাসঘাতক নরপশু হিসেবে ইতিহাসের কলঙ্কময় অধ্যায় স্থান লাভ করতে পারে। 

সম্পর্কিত ভাবসম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ

মন্তব্য: যার দ্বারা স্বদেশের উপকার হয় না, সে অধম। সে দেশের একজন কুলাঙ্গার।

ভাবসম্প্রসারণ এর সারাংশ : ভাবসম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মন এখানে মূলত, দেশের একজন মানুষ বা নাগরিক হয় সত্বেও দেশের উপকারে দেশের প্রতি ভালোবাসা এই মন যার নাই তাকে পশুর সঙ্গে তুলনা করা হইয়াছে। দেশের একজন মানুষ হওয়া সত্ত্বেও আমরা অনেকেই দেশের উপকার করিনা বরং দেশের ক্ষতি করি। দেশের অর্থনৈতিক উন্নয়ন এ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ প্রেম ঈমানের অঙ্গ। দেশ কে ভালোবেসে অনেক অনেক মানুষ হয়েছেন শহীদ। যারা দেশকে ভালোবাসে না তারা অধম এবং তারা পশুর সমান। এজন্যই বলা হয় , স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন।

সম্পর্কিত ভাবসম্প্রসারণ: আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url