কানে ব্যথার কারণ (Earache) কানে ব্যথা হলে করণীয়
কানে ব্যথার অধিকাংশ কারণ কানে পানি ঢলে যাওয়া, ত্বক অথবা কানে আঘাত হওয়া, পানির কারণে ইনফেকশন, কানে কাঠি,চিকন লাঠি এমন কিছু প্রদানের কারণে কানে ব্যথা হতে পারে। এখানে কানে ব্যথা হলে করণীয়, ঘরোয়া চিকিৎসা, লক্ষণ সমূহ ও কি করা উচিত রয়েছে।
কান ব্যথা (Earache) কানে ব্যথা হলে করণীয়
কান ব্যথা (Earache)
- কোন কারণে কানে আঘাত লাগলে।
- পুরাতন সর্দিতে দীর্ঘদিন যাবৎ ভুগতে থাকলে মাথার করোটির মধ্যের সাইনাসগুলির মধ্যে জীবাণু সংক্রমণ হইতে পারে।
- কানের ভিতর অত্যাধিক খইল হলে।
- H.B.P বা মস্তিষ্কে রক্তাধিক্য হলেও সাইনুসাইটিস রোগ হতে পারে।
- কানের মধ্যে কিছু ঢুকাইলে।
- কানের মধ্যে ফোড়া উঠিলে কিংবা জীবাণু দ্বারা স্নায়ু আক্রান্ত হলে।
- নাকের মধ্যে ঘা বা ক্ষত হলে এতে রোগ জীবাণু Sinus- এর মধ্যেকার শ্লৈষ্মিক ঝিল্লী আক্রমণ করতে পারে।
- কানে পানি ঢুকিলে কিংবা পুঁজ হলে ।
- অনেক সময় টনসিলে ঘা হলে, মামস হলে. ফ্যারিংস বা ল্যারিংস-এ ক্যান্সার হলে কিংবা আক্কেল মাড়ি উঠিবার ফলে যে ব্যথা হয় ইহা কান পর্যন্ত গড়াইয়া যায় এবং প্রদাহ হয় ।
- যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব তাদেরও এই রোগ হতে পারে। ১১। বেশী ঠান্ডা লাগানো, রাত্রে মাথার চাদীতে ঠান্ডা তৈল দেওয়া, ভিজে কাপড় পরিধান করে থাকা, রৌদ্রে বেশী চলাফিরা করা প্রভৃতি অনেক গৌণ কারণও থাকে।
- কান চুলকাইবার সময় আমরা বিভিন্ন সময় হাতের নিকট যাহা পাই তাহা দিয়া কান চুলকাই । ঐ সকল জিনিস জীবাণু মুক্ত নয়। যে কোন সময় চুলকাইবার কালে কানে- আঘাত লাগিয়া রক্ত বাহির হতে পারে এবং ঐ স্থানে জীবাণুর আক্রমণে প্রদাহ হয় এবং কানে ব্যথা হয় । কানে সজোরে আঘাত লাগিলে কানের পাতলা পর্দা ফাটিয়া যেতে পারে যার ফলে কানে ব্যথা হয়। কাঁটা দিয়া কানের খইল তুলিবার কালে বা চুলকাইবার কালে আঘাত লেগে পর্দা ছিন্ন হয়ে কানে ব্যথা হতে পারে।
আরো পড়ুন: ইনফেকশনের লক্ষণ ও প্রতিরোধের উপায়।
কানে ব্যথার লক্ষণ সমূহ
- মাথা ধরা কিছুতেই ভাল হতে চায় না। ঘ্রাণ শক্তি কমে যায়।
- ঘন ঘন সর্দি লাগে, নাক দিয়া পানি পড়ে আবার আপনা আপনি এটা বন্ধ হয়ে যায়।
- বার বার সর্দি লাগে ও এটা ক্রনিক রোগে পরিণত হয়ে যায়।
- অনেক সময় কাঁচা-পাকা সর্দি পড়ে। পাকা সর্দির গন্ধ হয়।
আরো পড়ুন: মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা।
চিকিৎসা বা কানে ব্যথা হলে কি করা উচিত
- হালকা নরম খাবার খাইবে যাতে কানে কষ্ট না হয় ।
- তরল খাবার খাওয়া যায় এ ক্ষেত্রে।
- পুকুরে বা নদীতে গোসল করা চলবে না। কানে পানি গেলে বিপদ হতে পারে।
আরো পড়ুন: ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url